purulia

শুভদীপ চৌধুরী, পুরুলিয়া: প্রশাসনের তরফে প্রকাশ করা হল পুরুলিয়ার ব্লকওয়াড়ি ফলাফল। যেখানে দেখা যাচ্ছে ২০টি ব্লকের মধ্যে ছ’টিতে আধিপত্য রয়েছে বিজেপির। কংগ্রেস দু’টি এবং সিপিএম একটি ব্লকে ভালো ফল করলেও তৃণমূল জিতেছে ১১টিতে নিজেদের প্রভাব বিস্তার করেছে।

আরও পড়ুন: ফের রণক্ষেত্র বীরভূম, তৃণমূল-বিজেপি সংঘর্ষ থামাতে ময়দানে পুলিশ

puyrulia

এখনও পর্যন্ত পুরুলিয়ার ৩৮ জেলা পরিষদ আসনের ২৩টির মধ্যে তৃণমূলের দখলে ১৬, বিজেপির দখলে ১৭টি আসন। অন্য দিকে ৩৪১টি সমিতির ২৭৫টি তৃণমূলের এবং ৬৫টি বিজেপির দখলে গিয়েছে বলে সূত্রের খবর। গ্রাম পঞ্চায়েতের আসনে তৃণমূল- ৭৬৪, বিজেপি- ৬৩১, সিপিআই(এম)- ১৪৫ ও কংগ্রেস- ১৪৯টিতে জয়লাভ করেছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here