কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের ভোটেও গেরুয়া ঝড়!

0
kolkata bar association
জয়ের পর আইনজীবীরা

ওয়েবডেস্ক: কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের ভোটে বিপুল জয় পেলেন বিজেপি প্রভাবিত আইনজীবী সংগঠনের প্রার্থীরা। ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হওয়ার পর গণনার শেষে দেখা যায়, গুরুত্বপূর্ণ ১৫টি পদের মধ্যে আটটিতেই জিতেছেন তাঁরা।

বার অ্যাসোসিয়েশন সূত্রে খবর, ৩টি গুরুত্বপূর্ণ পদেই জয়লাভ করেছে বিজেপি। যেগুলির মধ্যে রয়েছে বার অ্যাসোসিয়েশনের সম্পাদক, সহ-সম্পাদক এবং সহ-সভাপতিপদ। ফলাফল ঘোষণার পর বিজেপির স্লোগানে মুখরিত হয়ে ওঠে আদালত চত্বর। তবে আইনজীবীরা জয়ের আনন্দে ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুলতেও ছাড়েননি।

অন্য দিকে একটি মাত্র গুরুত্বপূর্ণপদে জয় পেয়েছেন তৃণমূলপ্রার্থী। একই ভাবে একটি সহ-সম্পাদক পদে জিতেছেন কংগ্রেস প্রার্থীও।

জয়ীদের বক্তব্য, হাইকোর্টে বার অ্যাসোসিয়েশনের মোট ১৫টি পদের মধ্যেই আটটিতে জিতে আধিপত্য ফিরল বিজেপির হাতে।

হাইকোর্টের আইনজীবীদের একাংশের মতে, এক বছর আগেও এখানে খুঁজে পাওয়া যেত না বিজেপিকে। আর এ বারের ভোটে বাজিমাত করে দিল গেরুয়া শিবির। রাজ্য সরকারের প্রতি আইনজীবী মহলের একাংশের ক্ষোভ কোন পর্যায়ে পৌঁছেছে, এটা তারই প্রমাণ।

তবে বিজেপির এক জয়ী প্রার্থীর মন্তব্য, ন্যায়ের মন্দিরে সত্যের জয় হয়েছে।

বিজ্ঞাপন