
ঝাড়গ্রাম ব্লকের ১৩ অঞ্চলের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করল প্রশাসন। যেখানে দেখা গিয়েছে এই ব্লকের অন্তর্গত শালবনি অঞ্চলের আটটি আসনের প্রত্যেকটিই গিয়েছে বিজেপির দখলে।
অন্য দিকে তিনটি অঞ্চলের তিনটি আসনে জিতেও স্বস্তি নেই সিপিএমের। প্রধান গঠনে সায় জানাতে হলে নিতে হবে বিজেপি অথবা তৃণমূলের যে কোনো এক দলের পক্ষ! ঝাড়গ্রাম ব্লকে কয়েকটি পঞ্চায়েত আসনে জয়ী হয়ে দলের অস্তিত্ব রেখেছে বামেরা। চন্দ্রি, চুবকা ও মানিকপাড়া- এই তিনটি অঞ্চলে একটি করে সিটে জয়ী হয়েছে বামেরা। চন্দ্রি ও চুবকার ক্ষেত্রে কোনো গুরুত্ব না থাকলেও ৭ নম্বর মানিকপাড়া অঞ্চলের ক্ষেত্রে সিপিএমের জয়ী প্রার্থী মহাশিস মাহাতকে নিয়ে টানা-হেঁচড়া শুরু হবে! কেননা এই অঞ্চলে বিজেপি-তৃণমূল ৭টি করে সমান আসন পেয়েছে। প্রধান গঠনের ক্ষেত্রে আমডিহা কেন্দ্র থেকে জয়ী মহাশিসকে প্রয়োজন। এই ব্লকের অঞ্চলওয়াড়ি ফলাফল দেখে নিন এক ঝলকে-
সর্ডিহা(১০): বিজেপি-৯,তৃণমূল-১
মানিকপাড়া (১৫): বিজেপি-৭, তৃণমূল-৭, সিপিএম-১
দুধকুন্ডি(৬): বিজেপি-৩, তৃণমূল-৩
লাউড়িয়া(৯): বিজেপি-৭, তৃণমূল-২
শালবনি(৮): বিজেপি- ৮
আগুইবনি(৮): বিজেপি-৪, তৃণমূল-৪
বাঁধগোড়া (১৬): বিজেপি-৮, তৃণমূল-৭, নির্দল-১
আরও পড়ুন: ঝাড়গ্রামের ফল নিয়ে আলোচনায় বসছে জেলা তৃণমূল
সাপধরা(৯): তৃণমূল-৭, বিজেপি-১, নির্দল-১
রাধানগর(১১): তৃণমূল-৯, বিজেপি-২
পাটাশিমূল(৮): বিজেপি-৬, তৃণমূল-২
চন্দ্রি(৮): তৃণমূল-৬, বিজেপি-১,সিপিএম-১
চুবকা(১২): তৃণমূল-৭, বিজেপি-৪,সিপিএম-১
নেদাবহড়া(৬): বিজেপি-৬