ওয়েবডেস্ক: মালদহের চাঁচোলে নৌকাডুবিতে মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ ৭০ জন যাত্রীকে নিয়ে ডুবে যায় একটি নৌকা।
স্থানীয় সূত্রে খবর, মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর, মল্লিকপাড়া-সহ তিন-চারটি গ্রামের প্রায় ৫০ জন বাসিন্দা জগন্নাথপুর ঘাট থেকে একটি নৌকো করে মুকুন্দপুর ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। সেই নৌকাটিই মহানন্দা নতীতে ডুবে যায়।
বেসরকারি সূত্রে খবর, এখনও পর্যন্ত আট জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। অন্য দিকে পরিবহণমন্ত্রী জানান, ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। চাঁচোল হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন।
মন্ত্রী জানান, পরিবহণ দফতরের পক্ষ থেকে ওই নৌকার মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। একই সঙ্গে বেআইনি ভাবে লিজ দেওয়ার জন্য চাঁচোল গ্রাম পঞ্চায়েত সমিতি-১-এর বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়েছে।
গত বৃহস্পতিবারের ওই ঘটনার জেরে বিষাদের সুর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাস্থলে যান জেলাশাসক কৌশিক ভট্টাচার্য। এলাকায় গিয়ে উদ্ধারকাজ সম্পর্কে খোঁজখবর নেন তৃণমূলনেত্রী মৌসম বেনজির নুর।
[ আরও পড়ুন: মালদহে মর্মান্তিক নৌকাডুবি, ৮ জনের মৃতদেহ উদ্ধার! ]
শুভেন্দু জানান, নৌকাডুবিতে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।