siliguri boy committs suicide

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: এক যুবকের আত্মহত্যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ায়। আইপিএলের বেটিং-এ জড়িয়ে ওই যুবক আত্মঘাতী হয়েছে এমনই সন্দেহ করা হচ্ছে।

ফাঁসিদেওয়া থানা সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম শুভঙ্কর ঘোষ। বয়স ২৬ বছর। মৃতের দাদা দীপঙ্কর ঘোষ বলেন, “গত কয়েক দিন ধরে ভাই আইপিএলে মজেছিল। বিকেলের পর থেকেই সে বাড়িতে থাকত না। রাতে বাড়ি ফিরে এসে আইপিএল নিয়েই চর্চা করত। দিনেরাতে সব সময় বন্ধুদের সঙ্গে আইপিএলে কোন টিম জিতবে, কে কত রান করবে এই নিয়ে আলোচনা করত।”

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরে সে ছটফট করতে থাকে। তার মা ভাত খাওয়ার জন্য বললেও সে ভাত খায়নি। বারবার হেরে যাওয়ার কথা বলছিল শুভঙ্কর। রাতের খাবার না খেয়েই শুয়ে পড়ে সে। সকালে ঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ পরিবারের লোকেরা উদ্ধার করে। পুলিশ এসে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আইপিএলের জুয়াতে হেরেই তাঁর ভাই আত্মঘাতী হয়েছে এমনই সন্দেহ করছেন দীপঙ্করবাবু।

গোটা বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ মৃত শুভঙ্কর ঘোষের ফোনের কললিস্ট খতিয়ে দেখে তদন্তের কাজ শুরু করেছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here