siliguri drowned

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: তিস্তার ক্যানেলে স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। তার সন্ধানে খোঁজ চালাচ্ছে পুলিশ।

কয়েক দিন ধরেই তীব্র গরম চলছে শিলিগুড়িতে। তার থেকে স্বস্তি পেতে কয়েক জন বন্ধুর সঙ্গে রবিবার বিকেলে তিস্তা ক্যানেলে স্নান করতে নামে শিলিগুড়ির মাঝাবাড়ির বাসিন্দা অর্জুন হালদার। বেশ কিছুক্ষণ স্নানও করে তিন বন্ধু মিলে। অর্জনের দুই বন্ধু জল থেকে উঠে এলেও, আর একটু স্নান করবে বলে জলে থেকে যায় অর্জুন।

কিছুক্ষণ পর তারা লক্ষ্র করে যে ক্যানেলের জলে অর্জুনকে দেখা যাচ্ছে না। বন্ধুকে দেখতে না পেয়ে তারা চিৎকার শুরু করে দেয়। তাদের চিৎকার শুনে আশেপাশের লোকজনও খোঁজাখুঁজির কাজ শুরু করে দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। তল্লাশি চালালেও এখনও পর্যন্ত অর্জুনের কোনো খোঁজ পাওয়া যায়নি। বিপর্যয় মোকাবিলা বাহিনী সোমবার সকাল থেকে ক্যানেলে তল্লাশি শুরু করলেও এখনও পর্যন্ত আশার আলো দেখা যায়নি। পুলিশের ধারণা, সাঁতার না জানার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here