রাজ্য
ওড়িশা ছেড়ে বাংলাকেই পুরোপুরি টার্গেট করল ‘বুলবুল’, শেষ মুহূর্তে কোনো নাটক থাকবে কি?

ওয়েবডেস্ক: আসন্ন ঘূর্ণিঝড় ‘বুলবুল’ নিয়ে আবহাওয়া দফতরের নতুন পূর্বাভাসে বাংলার কপালে চিন্তার ভাঁজ বাড়তে বাধ্য। কারণ ওড়িশা ছেড়ে এ বার পুরোপুরি পশ্চিমবঙ্গের উপকূলকে টার্গেট করেছে সে।
বুধবার বিকেলের বুলেটিনে আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি এখন ওড়িশার পারাদ্বীপ থেকে ৮১০ কিমি এবং সাগরদ্বীপ থেকে ৯২০ কিমি দক্ষিণ দক্ষিণপূর্ব দিকে রয়েছে।
কয়েক ঘণ্টার মধ্যেই সেটি ঘূর্ণিঝড়ে শক্তি বাড়াতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। তার পর ধীরে ধীরে শক্তি বাড়াতে বাড়াতে অতি প্রবল ঘূর্ণিঝড় পর্যন্ত পৌঁছোতে পারে সে।
আবহাওয়া দফতর ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথের যে মানচিত্র প্রকাশ করেছে, তাতে সেটি কোথায় আঘাত হানবে তার ব্যাপারে পরিষ্কার করে কিছু বলেনি। তবে আপাতদৃষ্টিতে দেখে মনে হচ্ছে রবিবার নাগাদ সাগরদ্বীপ অঞ্চলে সে আছড়ে পড়তে পারে পূর্ণ ঘূর্ণিঝড়ের শক্তি নিয়ে।
কিন্তু এখানে শেষ মুহূর্তে কোনো টুইস্ট যে থাকবে না তা বলা যাচ্ছে না। ঘরোয়া ভাবে বেশ কিছু আবহাওয়া সংস্থা জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ পশ্চিমবঙ্গ উপকূলের কাছে শক্তি হারিয়ে ফেলতে পারে। এমনকি সাগরদ্বীপের কাছে এসে নাটকীয় ভাবে দক্ষিণ দিকে ঘুরে যেতে পারে সে।
ফলে ঘূর্ণিঝড়ে দক্ষিণবঙ্গ তছনছ হয়ে যাবে, এখনই এই ধরনের আগাম ভবিষ্যদ্বাণী করার সময় আসেনি।
ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে আছড়ে পড়ুক, বা না পড়ুক, শুক্রবার থেকে তার প্রভাব বোঝা যাবে এ রাজ্যে। ওই দিন বিকেল থেকে হাওয়ার গতিবেগ ক্রমশ বাড়বে। হালকা থেকে মাঝারি বৃষ্টিও শুরু হয়ে যেতে পারে।
আরও পড়ুন ইমরান খানকে ধন্যবাদ দিয়ে পোস্টার পুরপিতার, তীব্র চাঞ্চল্য
শনিবার বৃষ্টি এবং হাওয়ার তীব্রতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে উপকূলবর্তী অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড় ‘বুলবুল’ যদি বাংলার উপকূলে আছড়ে পড়ে, তা হলে আগামী রবিবার ব্যাপক ঝড়বৃষ্টির সম্মুখীন হতে চলেছে দক্ষিণবঙ্গ।
তবে যতক্ষণ না পরিষ্কার করে ঘূর্ণিঝড়ের গতিপথ বোঝা যাচ্ছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে মৎস্যজীবীদের এখন থেকে সতর্কতা অবলম্বন করার আবেদন জানানো হয়েছে।
আগামী কয়েক দিন সমুদ্রে গিয়ে মাছ ধরতে যাওয়া পুরোপুরি বন্ধ করে দেওয়া হোক। সেই সঙ্গে ফিরিয়ে আনা হোক, সেই সব মৎস্যজীবীকে যাঁরা এই মুহূর্তে সাগরে রয়েছেন।
মুর্শিদাবাদ
Coronavirus Second Wave: কোভিডে আক্রান্ত হয়ে মারা গেলেন রাজ্যের আরও এক প্রার্থী
রাজ্যে কোভিডের বাড়বাড়ন্তের মধ্যেই ভোটগ্রহণ চলছে। রাজনৈতিক সভা সমাবেশ এবং রোড শোগুলোতে করোনাবিধি শিকেয় উঠছে।


খবরঅনলাইন ডেস্ক: মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থীর পর এ বার ওই জেলারই জঙ্গিপুর কেন্দ্রের আরএসপি প্রার্থী। রাজ্যে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও এক প্রার্থীর। শুক্রবার বিকেলে বহরমপুরের কোভিড হাসপাতালে মৃত্যু হল প্রদীপ নন্দীর। বয়স হয়েছিল ৭২।
প্রদীপবাবুর পরিবার সূত্রে খবর, বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন জঙ্গিপুর ৫৮ নম্বর বিধানসভার আরএসপি প্রার্থী এই প্রবীণ রাজনীতিক। সোমবার, ৫ এপ্রিল তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছিল। তার পর শুক্রবার বিকেলেই প্রদীপের মৃত্যু হয়।
ফলে ৮ দফার চলতি ভোট পর্বের মাঝেই দু’টি আলাদা রাজনৈতিক দলের প্রার্থীর মৃত্যু হল কেবলমাত্র মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমায়।
শুক্রবার মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস বলেন, ‘‘গত দু’দিন ধরে কোভিড আক্রান্ত ছিলেন প্রদীপবাবু। গুরুতর অসুস্থও ছিলেন। চিকিৎসকেরা চেষ্টা করছিলেন, কিন্তু শেষরক্ষা হল না। শুক্রবার বিকেলে তিনি মারা যান।’’
রাজ্যে কোভিডের বাড়বাড়ন্তের মধ্যেই ভোটগ্রহণ চলছে। রাজনৈতিক সভা সমাবেশ এবং রোড শোগুলোতে করোনাবিধি শিকেয় উঠছে। ব্যাপক ভাবে সংক্রমণ ছড়াচ্ছে সেখান থেকে। কিন্তু তবুও রাজনৈতিক দলগুলির বিশেষ হুঁশ নেই। এই নিয়ে বার বার সতর্ক করছেন চিকিৎসক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
ভোটের মরশুমে সংক্রমণ এড়াতে শুক্রবার বেশ কয়েক দফা নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। এখন থেকে সন্ধ্যা ৭টা থেকে পরের দিন সকাল ১০টা পর্যন্ত কোনো প্রচার করা যাবে না। একই সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রে ভোটের ৭২ ঘণ্টা আগে প্রচার বন্ধ করে দিতে হবে।
এরই মধ্যে প্রাণ গেল দুই প্রার্থীর। এর পর রাজনৈতিক দলগুলি আরও সতর্ক হয় কি না, সেটাই দেখার।
পঞ্চম দফার ভোটের যাবতীয় লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে।
রাজ্য
Bengal Polls Live: শুরু পঞ্চম দফার ভোটগ্রহণ, সংক্রমণের ভয় নিয়েই ভোটের লাইনে জনতা
অশান্তি এবং সংক্রমণ, দুটোয় এড়ানো চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে।


খবরঅনলাইন ডেস্ক: পঞ্চম দফায় শনিবার সকাল ৭টা বাজতেই শুরু হয়ে গিয়েছে ৪৫ আসনের ভোটগ্রহণ। এর আগে ৪ দফায় রাজ্যের ১৩৫টি আসনে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। এই দফায় ভোট কালিম্পঙের ১, দার্জিলিঙের ৫ এবং জলপাইগুড়ির ৭ বিধানসভা আসনের সবগুলিতেই। এ ছাড়া উত্তর ২৪ পরগনায় ৩৩টির মধ্যে ১৬, নদিয়ায় ১৭টির মধ্যে ৮ এবং পূর্ব বর্ধমানের ১৬টির মধ্যে ৮ আসনে ভোটগ্রহণ চলছে।
গত শনিবার কলকাতার দক্ষিণ শহরতলীতে ভোটগ্রহণ ছিল, এ বার ভোট চলছে উত্তর শহরতলীর বিভিন্ন জায়গায়। রাজ্যে প্রথম ৩ দফার ভোট বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া মোটের উপরে শান্তিপূর্ণ হলেও চতুর্থ দফায় পাঁচটি প্রাণহানির ঘটনা ঘটেছে। তাই এই দফার ভোটে বাড়তি সতর্ক নির্বাচন কমিশন। এরই মধ্যে ভয়াবহ ভাবে বেড়েছে করোনা সংক্রমণ। সেই দিকেই বাড়তি নজর দিতে হচ্ছে কমিশনকে। পঞ্চম দফার ভোটগ্রহণের যাবতীয় লাইভ আপডেট দেখে নিন:
=========================================================
***** কামারহাটি এবং রাজারহাট-নিউটাউন কেন্দ্রে ভোট শুরুর আগেই বিপত্তি। বেশ কয়েকটি ইভিএম খারাপ।
***** বর্ধমান উত্তর কেন্দ্রে বিজেপি এজেন্ট, কর্মীকে মারধরের অভিযোগ। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
***** ভোট ‘উৎসব’। শিলিগুড়ির একটি বুথকে মডেল বুথ হিসেবে সাজানো হয়েছে। জনতাকে ভোটদানে উৎসাহী করতেই এই ব্যবস্থা।
***** রাজ্যে শুরু হল পঞ্চম দফার ভোটগ্রহণ।
রাজ্য
Bengal Polls 2021: ভোটের দিনক্ষণ পালটাচ্ছে না, প্রচারে ‘নৈশ কার্ফু’ জারি নির্বাচন কমিশনের
শুক্রবার কমিশনের দফতরে সর্বদলীয় বৈঠক হয়।


খবরঅনলাইন ডেস্ক: রাজ্যে করোনাভাইরাস সংক্রমণের বাড়বাড়ন্ত কমাতে কিছুটা পদক্ষেপ করল নির্বাচন কমিশন। প্রচারে ‘নৈশ কার্ফু’ জারি করল তারা। অর্থাৎ, যে যে জায়গায় ভোট বাকি রয়েছে সেখানে সন্ধ্যা ৭টা থেকে পরের দিন সকাল ১০টা পর্যন্ত কোনো নির্বাচনী সভা বা সমাবেশ করা যাবে না। একই সঙ্গে, বাকি তিন দফার ক্ষেত্রেও ভোটের ৭২ ঘণ্টা আগে প্রচার বন্ধ করতে হবে বলে নির্দেশ দিয়েছে কমিশন।
এই সিদ্ধান্ত এমন একটা দিনে ঘোষণা করল কমিশন যে দিনও রাজ্যে করোনাবিধি উপেক্ষা করে যথারীতি রোড শো হয়েছে, জনসভাও হয়েছে। এবং সেই সব রোড শো ও জনসভায় জনসমাগমও হয়েছে প্রচুর। কিন্তু শেষ তিন দফা ভোটকে এক দফায় করার যে প্রস্তাব দেওয়া হয়েছিল তাতে ‘না’ করে দিয়েছে কমিশন।
নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনী প্রচারাভিযানে যে কোভিড সুরক্ষাবিধি মানা হচ্ছে না তা লক্ষ করেছে কমিশন। কমিশন বলেছে, সমস্ত প্রার্থী ও রাজনৈতিক দলের কর্মীদের মাস্ক পরতেই হবে। সভার সংগঠকদের খেয়াল রাখতে হবে সবাই যেন মাস্ক পরেন, স্যানিটাইজার ব্যবহার করেন।
ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকে নির্বাচনী প্রচার বন্ধ করে দেওয়ার যে স্বাভাবিক বিধি রয়েছে তার ব্যতিক্রম ঘটেছে শনিবার পঞ্চম দফার ভোটের জন্য। আগামীকাল শনিবার যে সব জায়গায় ভোট নেওয়া হচ্ছে সে সব জায়গায় ৭২ ঘণ্টা আগেই প্রচার বন্ধ হয়ে গিয়েছে। ৭২ ঘণ্টা আগে থেকে প্রচার বন্ধ করে দেওয়ার নিয়ম শেষ তিন দফা ভোটের জন্যও জারি থাকবে বলে জানিয়েছে কমিশন।
করোনার সংক্রমণ বাড়ার একটা অন্যতম কারণ যে নির্বাচনী রোড শো, জনসভা ইত্যাদি তাতে কোনো সন্দেহ নেই। রাজ্যে সংক্রমণ বৃদ্ধির মধ্যেও প্রচারে জমায়েত কমানো যাচ্ছে না, এই অভিযোগ তুলে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার এই ব্যাপারে শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, প্রচারের সময় যাতে কোভিড গাইডলাইন মেনে চলা হয়, সেটা নিশ্চিত করতে হবে কমিশনকে। মাস্ক পরা, নির্দিষ্ট দূরত্ব বিধি মেনে চলার মতো বিষয়গুলিকে গুরুত্ব দিতে হবে।
আদালতের এই নির্দেশের পরেই কমিশনের তরফ থেকে শুক্রবার সর্বদল বৈঠক ডাকা হয়। তৃণমূল, বিজেপি, সংযুক্ত মোর্চার বিভিন্ন শরিক-সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ওই বৈঠকে যোগ দেন।
আরও পড়ুন: Bengal Corona Update: প্রতি একশো টেস্টে পজিটিভ হচ্ছেন ১৭ জন, কলকাতায় আক্রান্ত ১৮৪৪
-
রাজ্য2 days ago
স্বাগত ১৪২৮, জীর্ণ, পুরাতন সব ভেসে যাক, শুভ হোক নববর্ষ
-
কলকাতা2 days ago
মাস্ক থাকলেও কালীঘাট-দক্ষিণেশ্বরে শারীরিক দুরত্ব চুলোয়, গা ঘেষাঘেঁষি করে হল ভক্ত সমাগম
-
গাড়ি ও বাইক2 days ago
Bajaj Chetak electric scooter: শুরু হওয়ার ৪৮ ঘণ্টা পরেই বুকিং বন্ধ! কেন?
-
ক্রিকেট2 days ago
দুর্নীতির অপরাধে ক্রিকেট থেকে ৮ বছরের জন্য বহিষ্কৃত জিম্বাবোয়ের কিংবদন্তি হিথ স্ট্রিক