বিমান চালাতে সমস্যা, বন্ধ হল ‘বুর্জ খালিফা’র লেজার আলো

0

কলকাতা: বিমান চালাতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ করছিলেন পাইলটরা। এই পরিস্থিতিতে কলকাতার ‘বুর্জ খালিফা’-এ লেজার আলোর শো বন্ধ হয়ে গেল। শ্রীভুমির ওই পুজোটি দমদম বিমানবন্দরের খুবই কাছে। সে কারণে দমদম বিমানবন্দর কর্তৃপক্ষের করা অভিযোগের ভিত্তিতে বন্ধ করে দেওয়া হল এই আলো।

এ বারের পুজোর অন্যতম সেরা আকর্ষণ এই ‘বুর্জ খালিফা।’ দেবীপক্ষের শুরু থেকেই এই মণ্ডপে ভিড় হচ্ছে ব্যাপক। অনেক ক্ষেত্রেই এই ‘বুর্জ খালিফা’র ভিড়কেই কলকাতার সামগ্রিক ছবি হিসেবেও প্রচার করা হচ্ছে। আর সেই ‘বুর্জ খালিফা’র অন্যতম আকর্ষণ ছিল এই লেজার আলো। মহাষ্টমীর রাত থেকে এই লেজার আলো আর দেখা যাবে না।

উল্লেখ্য, তিনটি পৃথক বিমান সংস্থার পাইলট বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে ওই লেজার লাইট নিয়ে অভিযোগ জানিয়েছিলেন। বিমান অবতরণের সময় প্রচণ্ড সমস্যা হচ্ছে বলে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের কাছে অভিযোগ করেছিলেন তাঁরা। এর অভিযোগ অভিযোগ দায়ের করা হয় থানায়।

পুলিশের পাশাপাশি, অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফেও ওই আলোকসজ্জা নিয়ে আপত্তি জানানো হয়। ক্লাব কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পরই এই সব আলো বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়তে পারেন

সপ্তমীতে সংক্রমিত ৭৬৮, গত বছরের সপ্তমীতে ছিল ৪,১৫৭

আগের দিনের তুলনায় সামান্য বাড়লেও ১৬ হাজারের নীচেই থাকল দেশের দৈনিক সংক্রমণ

মহাষ্টমীর সকালে মুখভার আকাশের, হালকা বৃষ্টির সম্ভাবনা

ঝকঝকে আবহাওয়াকে সাক্ষী রেখে কলকাতা-সহ রাজ্যের অধিকাংশ অঞ্চল থেকে বিদায় নিল বর্ষা

আফগানিস্তানের মাটি যেন কোনোভাবেই সন্ত্রাসের আঁতুড়ঘর না হয়ে ওঠে, জি২০ বৈঠকে বার্তা নরেন্দ্র মোদীর

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন