bus strike

কলকাতা: সর্বস্তরে বাসভাড়া বাড়ানোর দাবি মেনে নিল রাজ্য সরকার। বুধবার নবান্নে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী বাস মালিক সংগঠনের পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলনে এ কথা ঘোষণা করেন।

পরিবহণমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ সমস্ত স্তরে ১ টাকা করে বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সংগঠনগুলি একাধিক দাবি পেশ করলেও সব দাবি এ মুহূর্তে মেনে নেওয়া সম্ভব নয়। কিন্তু সামগ্রিক পরিস্থিতির উপর নজর রেখে, বিশেষ করে পেট্রোল-ডিজেলের দাম বাড়ার কারণেই এই ন্যূনতম ভাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন: ভাড়া বৃদ্ধির দাবিতে ধর্মঘটের ডাক দিল বাস মালিক সংগঠন

২০১৪ সালের সেপ্টেম্বর মাসে শেষ বার বাস ভাড়া বেড়েছিল। তার পর থেকে আর ভাড়া বাড়েনি। কিন্তু কেন্দ্রের সিদ্ধান্তে যে ভাবে জ্বালানির দাম বাড়িয়ে চলেছে, তার পরিপ্রেক্ষিতে ভাড়া বাড়াতে বাধ্য হল পরিবহণ দফতর।

bus-fare hike-gfx

একই সঙ্গে তিনি জানান, জলপথ পরিবহণ এবং  ট্যাক্সির ভাড়াও বাড়ানো হবে।

পাশাপাশি মন্ত্রী বলেন, ডিজেলের দাম কমলে ভাড়া কমানোর কথাও চিন্তাভাবনা করবে সরকার।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here