কলকাতায় চালু হল কফিপ্রেমীদের নতুন আড্ডাস্থল ‘কাফে বউবাজার’

0

কলকাতা: ইংরেজিতে একটা কথা আছে ‘A Lot Can Happen Over a Cup of Coffee’। এক কাপ কফিতে চুমুক সঙ্গে কিছু টুকিটাকি স্ন্যাক্স আর ঘণ্টার পর ঘণ্টা জমজমাটি আড্ডা। আড্ডাপ্রেমী বাঙালির কাছে এর বেশ কিছু আর চাই না।

এই সূত্র ধরেই বুধবার কলকাতায় চালু হল কফি আর আড্ডাপ্রেমীদের নতুন ঠিকানা ‘কাফে বউবাজার।’ নতুন এই কাফের থিমেও থাকছে নতুনত্বের ছোঁয়া। সন্ধ্যার আড্ডা কিংবা বন্ধুদের সঙ্গে হ্যাং আউটের ঠিকানা হতেই পারে এই নতুন কফি জয়েন্ট।

আড্ডার আমেজ নিতে ঘুরে আসতে পারেন ‘কাফে বৌবাজার’ থেকে। ডঃ ললিত ব্যানার্জি সরণি এবং কলেজ স্ট্রিটের সংযোগস্থলে তৈরি হয়েছে এই কাফেটি। কলকাতা বিশ্ববিদ্যালয় এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে দশ মিনিটের হাঁটা পথেই অবস্থিত এই কাফে তরুণতরুণীদের কাছেও নতুন একটা আড্ডার ঠেক হয়ে উঠতে পারে।

পিয়ালি ঘোষ, সুদীপ্ত ভট্টাচার্য এবং অমিত ঘোষালের হাত ধরে এই কাফেটি চালু হল। কোনো কর্মী দিয়ে নয়, আপাতত এই তিন জনে সম্পূর্ণ নিজেরাই এটি চালাবেন।

আরও পড়তে পারেন

সংক্রমণ সাড়ে ন’হাজারের কাছাকাছি, তবে আগের বৃহস্পতিবারের থেকে বেশ কিছুটা কম

অক্ষরেখার জন্য আজ বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে, শুক্রবার থেকে দাপট বাড়বে উত্তুরে হাওয়ার

বিপিন রাওয়াতের সঙ্গেই হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত দার্জিলিংয়ের তাকদার বাসিন্দা হাবিলদার সতপাল রাই

গঙ্গা-ভাঙন রোখার কাজে কেন্দ্রের ‘নমামি গঙ্গে’ প্রকল্পের টাকা চান মমতা বন্দ্যোপাধ্যায়

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন