Homeখবররাজ্যরাজনৈতিক মিছিল চলবে রাস্তার এক-তৃতীয়াংশে, যান চলাচলের জন্য রাখতে হবে বাকি পথ:...

রাজনৈতিক মিছিল চলবে রাস্তার এক-তৃতীয়াংশে, যান চলাচলের জন্য রাখতে হবে বাকি পথ: নির্দেশ হাই কোর্টের

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

রাজনৈতিক মিছিলের জেরে শহরের যানজটের সমস্যা দীর্ঘদিনের। এবার কী সেই সমস্যার কিছুটা হলেও সমাধান হতে চলেছে? মঙ্গলবার কলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছে, শহরের রাজপথে কোনও রাজনৈতিক মিছিলের সময় রাস্তার সর্বাধিক এক-তৃতীয়াংশ জায়গা ব্যবহার করা যাবে। বাকি দুই-তৃতীয়াংশ রাখতে হবে যান চলাচলের জন্য।

এই নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। দক্ষিণ কলকাতার এক আইন কলেজে ছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চার (বিজেএওয়াইএম) মিছিলের অনুমতি দিতে গিয়ে এই পর্যবেক্ষণ দেন তিনি।

বিচারপতি ঘোষ জানিয়েছেন, শুধুমাত্র এই মিছিলেই নয়, আগামী দিনে যেকোনও রাজনৈতিক দলের মিছিলের ক্ষেত্রেই এই নিয়ম মানতে হবে। তাঁর কথায়, “কমপক্ষে একদিকে গাড়ি চলাচলের ব্যবস্থা যেন থাকে, তা নিশ্চিত করতে হবে।”

এছাড়াও বিচারপতি বলেন, মিছিলের শুরুতে থাকা ব্যানারের প্রস্থও রাস্তার এক-তৃতীয়াংশের বেশি হওয়া চলবে না। উদাহরণ হিসেবে তিনি বলেন, “যদি রাস্তা ২০ ফুট চওড়া হয়, তাহলে ব্যানারের প্রস্থ সর্বাধিক ৬ ফুট হতে পারে।”

বিজেপির যুব সংগঠন প্রথমে কসবা থানার সামনে পর্যন্ত মিছিল করার অনুমতি চেয়েছিল। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি ওই থানা চত্বরে অশান্তি হয়েছে। তাই সেখানে মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না।

তবে বিচারপতি ঘোষ পর্যবেক্ষণ করেন, তদন্ত চলছে এবং অভিযুক্তরা পুলিশি হেফাজতে রয়েছে। তাই এই মুহূর্তে কসবা থানার সামনে পর্যন্ত মিছিলের অনুমতি দেওয়া উচিত। আদালত এই অনুমতিও দিয়েছে।

বিচারপতি আরও নির্দেশ দিয়েছেন, মিছিল চলাকালীন যেন কোনওরকম হিংসাত্মক ঘটনা না ঘটে। brickbat ছোড়া, সরকারি কর্মীদের প্রতি আক্রমণ বা ব্যারিকেড ভাঙার চেষ্টা করা যাবে না। পরিস্থিতি জটিল হলে মিছিলের আয়োজকদেরই আন্দোলনকারীদের শান্ত রাখতে হবে। ইতিমধ্যেই আয়োজকরা তাঁদের মোবাইল নম্বর জমা দিয়েছেন।

আদালত রাজ্য সরকারকে আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। রাজ্যকে বলা হয়েছে, কলকাতা সহ রাজ্যের অন্যান্য জায়গায় কোথায় কোথায় ধর্না বা বিক্ষোভ কর্মসূচি করা যাবে, তার নির্দিষ্ট তালিকা বা নোটিফিকেশন দ্রুত প্রকাশ করতে হবে। এই বিষয়ে মুখ্যসচিব, কলকাতা পুলিশের কমিশনার এবং রাজ্য পুলিশের ডিজিপির কাছ থেকে রিপোর্ট চেয়ে পরবর্তী শুনানিতে পেশ করার নির্দেশও দিয়েছেন বিচারপতি।

সাম্প্রতিকতম

মুখ্যসচিবের বৈঠকেও অনড় যোগ্য চাকরিহারারা, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের ডেডলাইন দিলেন আন্দোলনকারীরা

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান। যোগ্য-অযোগ্যদের তালিকা রাতের মধ্যেই প্রকাশের দাবি তোলেন চাকরিহারারা। তালিকা না প্রকাশ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ তকমা! দিল্লিতে ধর্নায় তৃণমূল, সিএএ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাভাষীদের 'বাংলাদেশি' বলা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। দিল্লির জয়হিন্দ কলোনিতে ধর্নায় সাংসদরা, পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খোলা প্রাক্তন মিস পুদুচেরি সান রেচালের রহস্যমৃত্যু, আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান

মাত্র ২৬ বছর বয়সে আত্মহত্যা করলেন প্রাক্তন মিস পুদুচেরি ও মডেল সান রেচাল। বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খুলে আলোচনায় এসেছিলেন তিনি। মানসিক চাপই কি কারণ?

খাফরের পিরামিডের নীচে লুকনো শহর! স্ফিংক্সের নীচে গোপন চেম্বারের হদিশ

গিজার পিরামিডের নীচে বিশাল গোপন শহরের সন্ধান! সোনার স্ক্যানে মিলল স্ফিংক্সের নীচে গোপন চেম্বার ও ঘোরানো সিঁড়ির হদিশ। গবেষণায় চমকে উঠেছেন মিশরবিদরা।

আরও পড়ুন

মুখ্যসচিবের বৈঠকেও অনড় যোগ্য চাকরিহারারা, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের ডেডলাইন দিলেন আন্দোলনকারীরা

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান। যোগ্য-অযোগ্যদের তালিকা রাতের মধ্যেই প্রকাশের দাবি তোলেন চাকরিহারারা। তালিকা না প্রকাশ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ তকমা! দিল্লিতে ধর্নায় তৃণমূল, সিএএ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাভাষীদের 'বাংলাদেশি' বলা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। দিল্লির জয়হিন্দ কলোনিতে ধর্নায় সাংসদরা, পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা; ১৭ জুলাইয়ের পর উত্তরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা

নতুন নিম্নচাপের সম্ভাবনায় দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির আনাগোনা। পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা। ১৭ জুলাইয়ের পর উত্তরবঙ্গেও সক্রিয় হতে চলেছে বর্ষা, সম্ভাবনা অতি ভারী বৃষ্টির।