প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা রাজ্যে হয়ে গিয়েছে গত বছরের অক্টোবর মাসে। কিন্তু ফল এখনও বেরোয়নি। এদিকে প্রশিক্ষণহীন প্রার্থীদের প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগের মেয়াদ শেষ হয়ে গিয়েছে ৪ মাস আগেই। গত বছর এই মেয়াদ বাড়িয়ে ২০১৬ সালের মার্চ পর্যন্ত করেছিল কেন্দ্র। মেয়াদ পেরিয়ে যাওয়ায়, এখন আর প্রশিক্ষণহীনদের নিয়োগ করা যাবে না, সম্প্রতি হাইকোর্টের কাছে এই আবেদন জানান জনৈক প্রশিক্ষিত চাকরি প্রার্থী চিন্ময় দলুই। সেই মামলায় এক অন্তর্বর্তী নির্দেশে বিচারপতি সি এস কারনান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোটা প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করলেন বুধবার।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।