কলকাতা: বহুদিন পর মঙ্গলবার ডিএ মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টে। এদিনের শুনানিতে রাজ্য সরকারকে ফের তীব্র ভর্ৎসনা করল আদালত।
রাজ্য এদিন আদালতকে জানায়, কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি রাজ্য সরকারের ইচ্ছাধীন বিষয়। কিন্তু বিচারপতি বলেন, রোপা অনুযায়ী ডিএ সরকারি কর্মচারীদের প্রাপ্য। তাই রাজ্য সরকারের এই যুক্তি হজম হচ্ছে না।
এদিন আদালত জানতে চায়, বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে, সেক্ষেত্রে রাজ্য কিসের ভিত্তিতে ডিএ-র হাত ঠিক করে? সেটা কি ঠান্ডা ঘরে বসে কয়েকজন আধিকারিক ঠিক করেন নাকি বিশেষজ্ঞ ঠিক করেন? কিন্তু সরকারের এজি স্পষ্ট জানান, রাজ্য সরকার কত ডিএ দেবে তা কর্মচারীরা বলতে পারেন না এমনকি রাজ্য সরকারকে কেন্দ্রের সমান ডিএ দিতে হবে, একথা বলারও অধিকার নেই তাঁদের।
রাজ্য সরকারের ট্রাইবুনাল এর আগে বলেছিল, ডিএ কর্মচারীদের অধিকার নয়। সে প্রসঙ্গে আদালত এদিন বলে, কিসের ভিত্তিতে স্যাট একথা বলল। রাজ্য ও কেন্দ্র কী হিসেবে ডিএ দেয়, সে সংক্রান্ত কোনো তুলনামূলক নথি কি তাদের হাতে আছে? তা যখন নেই, তখন তারা কীভাবে এই সিদ্ধান্তে পৌঁছল যে ডিএ কর্মচারীদের অধিকার নয়?
মামলার পরবর্তী শুনানি ৭ জুন।