আজ ভোরে মন্দারমণিতে সৈকতে গাড়ি নিয়ে রেস করতে গিয়ে প্রাণ গেল ৩ ছাত্রের। ঘটনায় আহত হয়েছেন ৪ জন। মৃত ৩ ছাত্রের নাম বৈভব রজনীশ (২১), সূরয দাশগুপ্ত (২০) ও শিবরাজ নস্কর (২১)।
ভোর সাড়ে পাঁচটা নাগাদ বিএম ডব্লু ও ফোর্ড গাড়ি নিয়ে মন্দারমণি সমুদ্র সৈকতে রেস করছিলেন এই ছাত্ররা। সেই সময় দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান ৩ ছাত্র। আহতের স্থানীয়রাই উদ্ধার করে বালিসাই স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোস্টাল থানার পুলিশ। মৃতদেহগুলিকে কাঁথি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত ইঞ্জিনিয়ারিংপড়ুয়া ছাত্ররা প্রত্যেকেই কলকাতার বাসিন্দা।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।