তুরস্কে গাড়িবোমা বিস্ফোরণে হত ১১, আহত ৭৮

0

তুরস্কে চিজরে এলাকায় একটি গাড়িবোমা বিস্ফোরণে প্রাণ হারালেন ১১ জন।  এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৭৮ জন। হতাহতদের মধ্যে বহু পুলিশকর্মী রয়েছেন।

বিস্ফোরণের ঘটনাটি ঘটে শুক্রবার সকালে। চিজরে এলাকায় দাঙ্গা-প্রতিরোধী বিশেষ পুলিশবাহিনীর প্রধান দফতরের বাইরে বিস্ফোরণটি ঘটায় জঙ্গিরা। ঘটনার দায় চাপানো হচ্ছে, কুর্দিস্তান ওয়ার্কার পার্টির (পিকেকে) ওপর।

বিস্ফোরণের ফলে পুলিশ দফতরে প্রচুর ক্ষতি হয়েছে। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ঘটনাস্থলে ১২টি অ্যাম্বুলেন্স ও ২টি হেলিকপ্টার পাঠান। বিস্ফোরণের পর ওই এলাকায় যান চলাচল আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন