তুরস্কে চিজরে এলাকায় একটি গাড়িবোমা বিস্ফোরণে প্রাণ হারালেন ১১ জন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৭৮ জন। হতাহতদের মধ্যে বহু পুলিশকর্মী রয়েছেন।
বিস্ফোরণের ঘটনাটি ঘটে শুক্রবার সকালে। চিজরে এলাকায় দাঙ্গা-প্রতিরোধী বিশেষ পুলিশবাহিনীর প্রধান দফতরের বাইরে বিস্ফোরণটি ঘটায় জঙ্গিরা। ঘটনার দায় চাপানো হচ্ছে, কুর্দিস্তান ওয়ার্কার পার্টির (পিকেকে) ওপর।
বিস্ফোরণের ফলে পুলিশ দফতরে প্রচুর ক্ষতি হয়েছে। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ঘটনাস্থলে ১২টি অ্যাম্বুলেন্স ও ২টি হেলিকপ্টার পাঠান। বিস্ফোরণের পর ওই এলাকায় যান চলাচল আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।