আসানসোল: গরু পাচার মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের জামিন মিলল না শনিবার। ১১ নভেম্বর মামলার পরবর্তী শুনানি রয়েছে। ততদিন পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁকে।
এ দিন আসানসোল সিবিআই বিশেষ আদালতে পেশ করা হয়েছিল। প্রতিবারের মতো এ দিনও সংশোধনাগার থেকে আদালত চত্বর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। তবে আদালতে এ দিন প্রশ্নের মুখে পড়ল মুখে পড়তে হল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে। তদন্ত শেষ করতে কতটা সময় লাগবে তা সিবিআইয়ের কাছে জানতে চায় আদালত।
আসানসোল সিবিআই বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী জানতে চান, অনুব্রত মণ্ডলের এই গোটা তদন্ত প্রক্রিয়া শেষ করতে সিবিআইয়ের আর কতদিন লাগবে। সূত্রের খবর, সেখানে জানানো হয়েছে আরও দু’মাস সময় লাগবে। দুই তরফের সওয়াল জবাবের পর অনুব্রতর জেল হেফাজতে নির্দেশ দেন বিচারক।
প্রসঙ্গত, গরু পাচার মামলায় গত ১১ আগস্ট গ্রেফতার করা হয় অনুব্রতকে। এর আগেও জামিনের আবেদন করা হলেও তা খারিজ হয়েছে। এর মধ্যে চার্জশিটও জমাও হয়ে গিয়েছে। সেখানে তদন্তকারীরা দাবি করেছে, গরু পাচারের কালো টাকা সাদা করতে ঘনিষ্ঠ আত্মীয় ছাড়াও অনুব্রত ব্যবহার করেছেন বাড়ির কাজের লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
আরও পড়ুন: ছটপুজোর প্রসাদ তৈরি করতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ! বিহারে জখম অন্তত ৪০