চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে চেয়ে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব অপূর্ব চন্দ্র বুধবার রাজ্যের মুখ্যসচিব ও পুলিশের ডিজিদের কাছে একটি চিঠি পাঠান।
চিঠিতে জানানো হয়েছে, স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তার বিষয়ক গত ২৩ অগস্ট কেন্দ্রীয় সরকারের পরামর্শের ভিত্তিতে বেশিরভাগ পদক্ষেপই গ্রহণ করা হয়েছে। কিছু রাজ্য অতিরিক্ত পদক্ষেপও নিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব সন্তোষ প্রকাশ করেছেন এবং জানিয়েছেন, ১০ সেপ্টেম্বরের মধ্যে একটি ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ জমা দিতে হবে।
এই রিপোর্টে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে, তার বিস্তারিত তথ্য থাকতে হবে। উল্লেখযোগ্যভাবে, কলকাতার আরজি কর হাসপাতালের ঘটনায় ২২ অগস্ট সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আধিকারিকদের সঙ্গে বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছিল।
আবার সক্রিয় সুখেন্দু, এবার সংবিধানের ২১ অনুচ্ছেদ নিয়ে সরব হওয়ার কথা বললেন তৃণমূল সাংসদ
২৮ অগস্ট স্বাস্থ্য সচিবের নেতৃত্বে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ঝুঁকিপূর্ণ হাসপাতাল চিহ্নিত করার পাশাপাশি নির্দিষ্ট সংখ্যক পুলিশকর্মী মোতায়েন, সিসি ক্যামেরা বসানো, স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ সহজতর করা, নিরাপত্তা কমিটি গঠন এবং প্রশিক্ষিত ভলান্টিয়ার নিয়োগের প্রস্তাব রাখা হয়েছিল।
বিভিন্ন রাজ্য এই প্রস্তাবগুলির মধ্যে অনেকগুলি পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানা গেছে। স্বাস্থ্য সচিব জানিয়েছেন, এই পদক্ষেপগুলির বিস্তারিত তথ্যসহ রিপোর্ট কেন্দ্রকে জমা দিতে হবে।