Homeখবররাজ্যআরজি কর কাণ্ড: ধৃত সিভিক পুলিশের বিরুদ্ধে চার্জ গঠন, এক সপ্তাহ পরে...

আরজি কর কাণ্ড: ধৃত সিভিক পুলিশের বিরুদ্ধে চার্জ গঠন, এক সপ্তাহ পরে বিচার শুরু  

প্রকাশিত

কলকাতা: আরজি কর হাসপাতালে জুনিয়ার ডাক্তারকে খুন ও ধর্ষণের মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন হল শিয়ালদহ আদালতে। এক সপ্তাহ পরে আগামী ১১ নভেম্বর বিচার প্রক্রিয়া শুরু হবে। শুনানি রোজ চলবে বলে আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরজি কর মামলায় ধৃত সঞ্জয় রায় একমাত্র অভিযুক্ত। প্রায় এক মাস আগে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ শিট পেশ করে। সোমবার বেলা ২টো নাগাদ শিয়ালদহ আদালতে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়। কিছুক্ষণ পরে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১), ৬৪ এবং ৬৬ ধারা মতে চার্জ গঠন সম্পন্ন হয়।

আরজি করের ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করা হয়্বেছে। এঁরা হলেন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং কলকাতা পুলিশের টালা থানার প্রাক্তন অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল। এঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও সাক্ষ্যপ্রমাণ নষ্ট করার অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে এখনও সিবিআইয়ের তদন্ত চলছে।

সোমবার শিয়ালদহ আদালত ঘিরে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা। ওই দিন দুপুরে আরজি করে চিকিৎসক ধর্ষণ-খুনের মামলায় একমাত্র অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয়। আদালত থেকে বেরোনোর সময়ে ধৃত সিভিক ভলান্টিয়ারের চিৎকার শোনা যায়। তিনি সকলের উপস্থিতিতেই চিৎকার করে বলতে থাকেন, ‘‘আমি এত দিন চুপচাপ ছিলাম। কিন্তু আমি নির্দোষ। আমাকে ফাঁসানো হচ্ছে। আমাকে ডিপার্টমেন্ট চুপ থাকতে বলেছে।’’

আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় একমাত্র অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শেষ হল শিয়ালদহ আদালতে। ইতিমধ্যে আরজি কর কাণ্ড নিয়ে আরও দুটি মামলার শুনানি চলছে দুই আদালতে। আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে চলছে আরজি করে আর্থিক দুর্নীতি মামলার শুনানি। আর মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হওয়ার কথা।

সাম্প্রতিকতম

যুদ্ধবিরতির কয়েক দিনের মধ্যেই কি গাজার নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে হামাস?

১৫ মাসের যুদ্ধেও হামাস ধ্বংস হয়নি। গাজায় ধ্বংসযজ্ঞের মধ্যেই পুনর্গঠন ও শক্তি অর্জনের পথে হামাস।

পদ্ম সম্মান ২০২৫: বাংলার ৯ জন পেলেন রাষ্ট্রীয় পুরস্কার

পদ্ম সম্মান ২০২৫-এর তালিকায় বাংলার জয়জয়কার। গায়ক অরিজিৎ সিং থেকে নৃত্যশিল্পী মমতা শঙ্করসহ ৯ জন পেলেন এই সম্মান।

ভারত-ইংল্যান্ড টি২০: হাড্ডাহাড্ডি লড়াইয়ে দলকে জয়ে পৌঁছে দিলেন তিলক বর্মা

ইংল্যান্ড: ১৬৫-৯ (জোস বাটলার ৪৫, ব্রাইডন কার্স ৩১, অক্ষর পটেল ২-৩২, বরুণ চক্রবর্তী ২-৩৮) ভারত:...

রবিবার আবারও ফিরছে মরশুমের শেষ কনকনে শীত

শীত ফিরে আসছে! আগামী দু’তিন দিন কনকনে ঠান্ডার পূর্বাভাস, ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকবে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছুঁতে পারে, শীত কমলেও এখনই গরম পড়বে না।

আরও পড়ুন

রবিবার আবারও ফিরছে মরশুমের শেষ কনকনে শীত

শীত ফিরে আসছে! আগামী দু’তিন দিন কনকনে ঠান্ডার পূর্বাভাস, ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকবে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছুঁতে পারে, শীত কমলেও এখনই গরম পড়বে না।

নতুন নতুন পদ্ধতিতে পাচার, সামলাতে হিমশিম বিএসএফ-পুলিশ, নিষিদ্ধ কাশির সিরাপে কোটি টাকার ব্যবসা

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের প্রবণতা রয়েছে। বাংলাদেশে ফেনসিডিল ও স্কাফের মতো সিরাপ নিষিদ্ধ হওয়ায়, চোরাকারবারীরা ভারত থেকে এই সিরাপগুলো বাংলাদেশে পাচার করে থাকে।

রাতে বৃষ্টির সম্ভাবনা, শনিবার থেকে ফের ঠান্ডা, ২৬ জানুয়ারি থেকে জাঁকিয়ে শীতের ইঙ্গিত

আজ রাত থেকে হালকা বৃষ্টি হতে পারে। কাল থেকে উত্তুরে হাওয়া এবং কনকনে ঠান্ডা ফেরার সম্ভাবনা। ২৬ জানুয়ারি থেকে শীতের তীব্রতা বাড়বে বলে জানিয়েছে হাওয়া দফতর।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে