ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গের সমগ্র গ্রামীণ এলাকাকে ‘খোলা জায়গায় মলত্যাগমুক্ত’ বা ওপেন ডিফেকশন ফ্রি (ওডিএফ) ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাতে একটি টুইটার পোস্টে মমতা লিখেছেন, বাংলার গ্রামীণ এলাকা খোলা জায়গায় মলত্যাগমুক্ত হয়েছে, রাজ্য এখন কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় মনোনিবেশ করেছে।
মমতা জানিয়েছেন, “গ্রাম বাংলার ১.৩৫ কোটি পরিবারকে ‘মিশন নির্মল বাংলা’র আওতাভুক্ত করা হয়েছে। আগামী ২ অক্টোবরের মধ্যে বাংলার সমস্ত গ্রামীণ এলাকাকে ওডিএফ করার লক্ষ্য নেওয়া হয়েছিল”।
মমতা লিখেছেন, “আমি আপনাদের সঙ্গে এই সাফল্য ভাগ করে নিতে পেরে আনন্দিত যে, গ্রামীণ বাংলা এখন খোলা জায়গায় মলত্যাগমুক্ত। স্বচ্ছ এবং সবুজ পরিবেশে আমাদের নিরাপদ জীবনযাপনের লক্ষ্যে এই কর্মসূচির সাফল্যকে ভারত সরকার নিশ্চিত করেছে”।
একই সঙ্গে তিনি জানিয়েছেন, “আমাদের পরবর্তী পদক্ষেপ কঠিন বর্জ্য ব্যবস্থাপনা”।

প্রসঙ্গত, গত ১ আগস্ট পরিবেশ বাঁচানোর বার্তা দিতে ৬ কিমি পদযাত্রায় অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সে দিন তিনি ঘোষণা করেন, প্রতিবছরই ১ আগস্ট দিনটি রাজ্য জুড় সবুজ বাঁচাও আন্দোলন দিবস হিসাবে পালিত হবে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।