সাম্প্রতিক কালে রাজ্যে বিভিন্ন হিংসাত্মক ঘটনার সঙ্গে নাম জড়িয়েছে তৃণমূল নেতা-কর্মীদের। তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়ে জেলে রয়েছেন বিধাননগরের তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই বিরোধীদের তোপের মুখে পড়েছেন শাসক দল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতির সামাল দিতে তিনি যে যথেষ্টই সক্রিয়, তা মঙ্গলবার বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য মন্ত্রিসভার বৈঠকের শেষে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, গুন্ডা দমনে কোনও রং না দেখে কঠোর পদক্ষেপ করতে হবে পুলিশকে। গুন্ডা ঠেকানো পুলিশের কাজ, তারা সেটা দৃঢ় ভাবে করবে।
পাশাপাশি সিন্ডিকেট নিয়ে সমালোচনার ঝড়ের মধ্যে প্রোমোটার-রাজ ঠেকাতেও মুখ খুলেছেন মমতা। তাঁর কথায়, “বেআইনি প্রোমোটিং করা যাবে না, জলাশয় বোজাতে দেব না।”
পুলিশ তৃণমূলের দলদাস কিংবা পুলিসকে তৃণমূল কর্মীদের ভয়ে টেবিলের তলায় লুকোতে হয়, এমন আলোচনা আজকাল শোনা যায় কান পাতলেই। এই পরিস্থিতি সামাল দিতেও এ দিন ময়দানে নামেন মমতা। তিনি বলেন, “আমার নাম করেও যদি কেউ কোনও অন্যায় করে, তাকেও ছাড়া হবে না।”
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।