খবর
শিশুপাচার কাণ্ড: সরকারি আধিকারিক ও চিকিৎসকের সিআইডি হেফাজত
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : শিশুপাচার কাণ্ডে সিআইডির নজর এখন এই চক্রের রাঘববোয়ালদের দিকে। তাই শনিবার নতুন করে চন্দনা চক্রবর্তী বা সোনালি মণ্ডলকে হেফাজতে চাইলেন না তদন্তকারীরা। ধৃত মানস ভৌমিককেও হেফাজতের মেয়াদ শেষের আগেই পেশ করা হল আদালতে। এঁদের তিন জনকেই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন জলপাইগুড়ি আদালতের বিচারক। ধৃত সরকারি আধিকারিক মৃণাল ঘোষ ও […]
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : শিশুপাচার কাণ্ডে সিআইডির নজর এখন এই চক্রের রাঘববোয়ালদের দিকে। তাই শনিবার নতুন করে চন্দনা চক্রবর্তী বা সোনালি মণ্ডলকে হেফাজতে চাইলেন না তদন্তকারীরা। ধৃত মানস ভৌমিককেও হেফাজতের মেয়াদ শেষের আগেই পেশ করা হল আদালতে। এঁদের তিন জনকেই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন জলপাইগুড়ি আদালতের বিচারক। ধৃত সরকারি আধিকারিক মৃণাল ঘোষ ও চিকিৎসক দেবাশিস চন্দকে ৬ দিনের সিআইডি হেফাজত দিলেন বিচারক।
গত ১৮ ফেব্রুয়ারি গ্রেফতারের পর চন্দনা ও সোনালিকে ১৩ দিনের জন্য নিজদের হেফাজতে নিয়েছিল সিআইডি। ২৩ ফেব্রুয়ারি গ্রেফতারের পর মানস ভৌমিককেও ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে রেখেছিল তারা। কিন্তু এই মুহূর্তে তাঁদের আর জেরা করার প্রয়োজন নেই বলেই মনে করছেন তদন্তকারীরা। সেই কারণেই এঁদের আর নিজেদের হেফাজতে নেওয়ার প্রয়োজন মনে করেননি তাঁরা। বরং এই তিন জনকে জেরা করে যে প্রভাবশালী ব্যাক্তিদের নাম ও তথ্য পাওয়া গিয়েছে, এখন তা নিয়েই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছেন সিআইডি আধিকারিকরা। এখন এই চক্রের মূল শেকড় খুঁজে পেতে মরিয়া সিআইডি তদন্তের জাল গোটাতে ধৃত মৃণাল ঘোষ ও চিকিৎসক দেবাশিস চন্দকে নিজেদের হেফাজতে নিল।
শুক্রবার শিলিগুড়ি পিনটেল ভিলেজে ম্যারাথন জেরা পর রাতে গ্রেফতার করা হয় দার্জিলিং জেলা শিশু সুরক্ষা আধিকারিক মৃণাল ঘোষ ও দার্জিলিং জেলা শিশু সুরক্ষা সমিতির সদস্য চিকিৎসক শুভাশিস চন্দকে। জলপাইগুড়ি শিশুপাচার কাণ্ডে এই প্রথম এক জন সরকারি আধিকারিক গ্রেফতার হয়েছেন। স্বাভাবিক ভাবেই এই ঘটনা ভাবাচ্ছে তদন্তকারীদের। তাঁদের সন্দেহ, শুধু এঁরাই নন, আরও বেশ কয়েক জন সরকারি আধিকারিক এই ঘটনায় জড়িত। জড়িত বেশ কয়েক জন চিকিৎসকও। কারণ, এত দিন ধরে শুধুমাত্র চন্দনা চক্রবর্তীর পক্ষে এই রকম একটা চক্র চলানো সম্ভব নয়। তাই তাঁর পেছনে কোন কোন প্রভাবশালীরা মদত দিয়েছিলেন, এখন সেই শেকড়ই খুঁজে বার করতে চাইছে সিআইডি। অবৈধ ভাবে শিশু দত্তক দেওয়ার ক্ষেত্রে মৃণাল ঘোষ ও দেবাশিস চন্দের পদ ব্যবহার করে চন্দনা চক্রবর্তী যে সুবিধে পেয়েছেন তা নিয়ে কোনো রকম সন্দেহ নেই তদন্তকারীদের। এবং তার বিনিময়ে মোটা অঙ্কের টাকা লেনেদেন হয়েছে বলেই অভিযোগ সিআইডির। আরও কোন সরকারি আধিকারিক এবং প্রভাবশালীরা এই লেনদেনে যুক্ত তা জানতে চাইছেন তদন্তকারীরা। ধৃত মৃণাল ঘোষ ও দেবাশিস চন্দ সেই সূত্র দিতে পারেন বলে ধারণা তাঁদের। এই কারণ দেখিয়েই শনিবার আদালতে বিচারকের কাছে ধৃত মৃণাল ঘোষ ও দেবাশিস চন্দকে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছিলেন তদন্তকারীরা। কিন্তু তার বিরোধিতা করেন অভিযুক্তদের আইনজীবী অলকেশ চক্রবর্তী ও শংকর দে। দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারক অভিযুক্তদের ৬ দিনের সিআইডি হেফাজত মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন সরকারি আইনজীবী প্রদীপ চ্যাটার্জি। বিকেলেই তাঁদের নিয়ে যাওয়া হয় শিলিগুড়িতে। সেখানে পিনটেল ভিলেজে জেরা করা হবে তাঁদের। তবে আজ আদালতে পেশের সময় অন্য দিনের মতো সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি চন্দনা চক্রবর্তী। কোনো প্রশ্নের উত্তর দেননি মৃণাল ঘোষ বা দেবাশিস চন্দও।
এ দিকে আজও প্রায় ৫ ঘণ্টা জেরার পর রাতে ছেড়ে দেওয়া হয় মৃণাল ঘোষের স্ত্রী, জলপাইগুড়ির জেলা শিশু সুরক্ষা আধিকারিক সাস্মিতা ঘোষকে। তবে তাঁর ওপর নজরদারি রাখা হয়েছে বলে খবর সিআইডি সূত্রে। পিনটেল ভিলেজে কয়েক দফা জেরা করা হয় জুহি চৌধুরীকেও।
রাজ্য
বাম প্রার্থীদের ভোট দিতে বললেও কংগ্রেসের নাম নিলেন না আব্বাস সিদ্দিকি
তবে কেন তিনি কংগ্রেসের নাম নিলেন না, সে প্রশ্নের জবাব আব্বাস নিজেই দিলেন!

খবর অনলাইন ডেস্ক: নিজের দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে বাম শরিক দলের প্রার্থীদের ভোট দিতে বললেও কংগ্রেসের বেলায় তেমনটা করলেন না আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকি। কেন?
নিজের বক্তৃতার শুরুতেই আব্বাস বলেন, “আমার ভালোবাসার মানুষ মহম্মদ সেলিম, বিমানদা এবং বাম শরিক দলের প্রত্যেকটা নেতা-কর্মীকে অভিনন্দন জানাই। আমরা তাঁদের কাছে যে তালিকা দিয়েছিলাম, সেখানে মানুষের ইচ্ছার কথাকে মান্যতা দিয়ে আমাদের দাবিকে তাঁরা মেনে নিয়েছেন। যেখানে যেখানে বাম শরিক দল প্রার্থী দেবে, আগামী দিনে রক্ত দিয়ে হলেও মাতৃভূমিকে স্বাধীন করব। কী হয়েছে, তা ভুলে গিয়ে আগামী দিনে এই বিজেপি সরকার আর বিজেপির বি-টিম তৃণমূলকে উৎখাত করব”।
ব্রিগেডের জমায়েত নিয়ে আইএসএফ প্রধান বলেন, “এখানে আমার বাম বন্ধুরা রয়েছেন, কংগ্রেসের বন্ধুরা রয়েছেন, তাঁদের উদ্দেশে বলতে চাই, শুক্রবার থেকে ব্রিগেডে আসার প্রস্তুতি শুরু করেছিলাম। আসম সমঝোতা আরও ১ সপ্তাহ আগে হলে আরও লোক জড়ো করতে পারতাম”।
আব্বাস আরও বলেন, “বিমানদা ত্যাগস্বীকার করে নিজের দলকে বুঝিয়ে আমাদের জন্য ৩০টা আসন ছেড়েছেন। তাঁকে আমরা অনেক ধন্যবাদ জানাই”।
তবে কেন তিনি কংগ্রেসের নাম নিলেন না, সে সম্পর্কে আব্বাস নিজেই বলেন, “আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, আপনি বললেন, যেখানে যেখানে বাম শরিক দল দাঁড়াবে, সেখানে তাঁদের ভোট দেবেন, তা হলে কংগ্রেসের বেলায় বললেন না কেন? আমি স্পষ্ট করে বলতে চাই, ভাগিদারি করতে এসেছি। অনেক হয়েছে আর নয়, ভাগিদারি চাই। পিছিয়ে পড়া আদিবাসী, দলিত, ওবিসি, মুসলিম- পিছিয়ে পড়া মানুষের হক বুঝে নিতে হবে। এই ভাগিদারিতে এসেছি। ফলে কেউ যদি মনে করে, বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া তাঁর কাজ, তাঁদের জন্য দরজা খোলা রয়েছে। তাঁদের হাত ধরেও আব্বাস সিদ্দিকি লড়াই করবে”।
সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র অবশ্য আব্বাসের আগেই বক্তৃতা করেন। তিনি বলেন, “আসন ভাগাভাগি শেষ কথা নয়, দরকার মানুষের ঐক্য”।
আরও পড়তে পারেন: বাম-কংগ্রেস-আইএসএফ ব্রিগেড সমাবেশে কে কী বললেন?
রাজ্য
কলকাতায় পৌঁছোল কেন্দ্রীয় বাহিনী, রবিবার সকাল থেকেই শুরু রুটমার্চ
আনন্দপুর-সহ শহরের কিছু থানা এলাকায় বাহিনী রুটমার্চ করেছে

খবরঅনলাইন ডেস্ক: নির্বাচনের জন্য রাজ্যে ধাপে ধাপে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর আসার কথা। এরই মধ্যে শনিবার রাতে কলকাতায় চলে এসেছে বাহিনীর তিনটে কোম্পানি। রবিবার সকাল থেকেই শহরের কিছু জায়াগায় শুরু হয়েছে রুটমার্চ।
এ দিন সকালে আনন্দপুর-সহ শহরের কিছু থানা এলাকায় বাহিনী রুটমার্চ করেছে। ইতিমধ্যে রাজ্যের স্পর্শকাতর এবং অতিস্পর্শকাতর হিসেবে পরিচিত কয়েকটি জায়গায় বাহিনী রুটমার্চ শুরু করে দিয়েছে।
রাজ্যে ২৯৪টি আসনে ৮ দফায় ভোট গ্রহণ শুরু হবে ২৭ মার্চ। কলকাতায় ২ দফায় ১১টি বিধানসভা আসনে ভোট। ২৬ এপ্রিল দক্ষিণ কলকাতার ৪টি আসনে এবং ২৯ এপ্রিল উত্তর কলকাতার ৭টি আসনে ভোট গ্রহণ হবে। তবে তার আগে ১০ এপ্রিল কলকায় পৌরসভার অন্তর্গত যাদবপুর, টালিগঞ্জ, মেটিয়াব্রুজ-সহ কিছু কেন্দ্রে ভোটগ্রহণ।
গত শুক্রবার ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিনই মুখ্য নির্বাচনী কমিশনার জানিয়ে দেন যে যত বেশি সংখ্যক সম্ভব কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই ভোট হবে, যাতে ভোটে অশান্তি না হয়।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
কলকাতায় তেজস্বী যাদব, হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ
রাজ্য
কলকাতায় তেজস্বী যাদব, হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ
পাশাপাশি বামেদের সঙ্গেও আলোচনা হতে পারে তেজস্বীর।

খবর অনলাইন ডেস্ক: রবিবার কলকাতায় আসার কথা আরজেডি নেতা তেজস্বী যাদবের (Tejashwi Yadav)। এ দিন বিকেলে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠক করতে পারেন।
শুক্রবার বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির ঘুঁটি সাজানোর প্রক্রিয়া। শোনা যায়, হিন্দিভাষী ভোটারদের কথা মাথায় রেখে অসমে বেশ কয়েকটি আসনে প্রার্থী দিতে পারে লালুপ্রসাদ যাদবের আরজেডি।
একই ভাবে পশ্চিমবঙ্গেও তিন-চারটি আসনে প্রার্থী দিতে পারে আরজেডি। সম্ভবত সে বিষয়েই আলোচনা এগিয়ে নিয়ে যেতে মমতার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন লালু-পুত্র তেজস্বী।
একটি সূত্রের দাবি, তৃণমূলের শরিক হিসেবেই পশ্চিমবঙ্গের ভোটে অংশ নিতে চাইছে বিহারের আরজেডি। তবে খুব বেশি নয়, তারা তৃণমূলের কাছ থেকে তিন-চারটি আসন দাবি করতে পারে।
পাশাপাশি বামেদের সঙ্গেও আলোচনা হতে পারে তেজস্বীর। বাম-কংগ্রেস জোট ইতিমধ্যেই জানিয়েছেন, আরজেডি তাদের দিকে আসতে চাইছে। ক’দিন আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী জানান, “বাম-কংগ্রেস বৈঠকে আসনরফা চূড়ান্ত। ক্রমশ শক্তি বাড়াচ্ছে বাম-কংগ্রেস জোট। বাংলায় দ্বিমুখী নয়, ত্রিমুখী লড়াই হতে চলেছে। আইএসএফ ছাড়াও জোটে আস্থা প্রকাশ করেছে এনসিপি, আরেজডি”।
আরও পড়তে পারেন: পশ্চিমবঙ্গে ফিরতে পারে তৃণমূল সরকার, কী বলছে সমীক্ষা
-
দেশ2 days ago
পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোট, কলকাতায় ভোট ২৬ ও ২৯ এপ্রিল
-
কলকাতা3 days ago
শুধু দড়ি বেঁধে ম্যানহোলের কাজ করতে নেমে কুঁদঘাটে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ শ্রমিক
-
প্রযুক্তি2 days ago
আরবিআই-এর নতুন নির্দেশিকা, ঝক্কি বাড়বে ডেবিট, ক্রেডিট কার্ড লেনদেনে!
-
দেশ2 days ago
শুক্রবার পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যের ভোটের দিনক্ষণ প্রকাশ করবে নির্বাচন কমিশন