ওয়েবডেস্ক: অমর্ত্য সেনের পর দ্বিতীয় বাঙালি হিসাবে অর্থনীতিতে নোবেল জয় করলেন অভিজিত বিনায়ক বন্দ্যোপাধ্যায়। নোবেল কমিটির পুরস্কার ঘোষণার কয়েক মিনিট বাদেই অভিজিতকে শুভেচ্ছা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা অভিজিতের উদ্দেশে টুইটার পোস্টে লিখেছেন, “অর্থনীতিতে নোবেল পুরষ্কার অর্জনের জন্য সাউথ পয়েন্ট স্কুল ও প্রেসিডেন্সি কলেজ, কলকাতার প্রাক্তন ছাত্র অভিজিত বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক অভিনন্দন। আর একজন বাঙালি জাতিকে গর্বিত করেছেন। আমরা আনন্দিত…জয় হিন্দ জয় বাংলা”।

[ আরও পড়ুন: অমর্ত্য সেনের পর দ্বিতীয় বাঙালি অর্থনীতিবিদের নোবেল জয় ]
প্রসঙ্গত, অভিজিত কলকাতার প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনী। তিনি দীর্ঘ দিন মার্কিন মুলুকে অধ্যাপনায় যুক্ত।
কিন্তু তাঁর স্কুল-কলেজ সবই কলকাতায়। স্বাভাবিক ভাবেই আদ্যন্ত বাঙালি অভিজিত।
তিনি আর এক নোবেল জয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেনের কাছেও পড়েছেন। পড়ছেন দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়েও। তিনি ১৯৮৮ সালে পিএইচডি অর্জন করেন হার্ভার্ড থেকে।