কলকাতা: পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি এবং পোস্তাবাজার মার্কেট অ্যাসোসিয়েশনের সভাপতি গুরুপদ সিনহার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে কলকাতায় প্রয়াত হয়েছেন গুরুপদবাবু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
রাজ্যের আলু ব্যবসায় প্রয়াত গুরুপদবাবুর ভূমিকার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী শোকবার্তায় লিখেছেন, ‘মূলত আলু ব্যবসায়ের সাথে যুক্ত ছিলেন। আলু ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যায় তাদের পাশে থেকেছেন এবং এই সংক্রান্ত বিভিন্ন কাজে সক্রিয় ভূমিকা পালন করেছেন”।
একই সঙ্গে মুখ্যমন্ত্রী লিখেছেন, “গুরুপদ সিনহার মৃত্যু পশ্চিমবঙ্গের আলু ব্যবসায়ীদের জন্য অপূরণীয় ক্ষতি। কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন তাদের একজন অভিভাবককে হারাল”।
তাঁর পরিবার-পরিজনের উদ্দেশে মুখ্যমন্ত্রী লিখেছেন, “আমি গুরুপদ সিনহার পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি”।
প্রসঙ্গত, বাজারে আলু-পেঁয়াজের চাহিদা মতো জোগান অব্যাহত রাখতে বরাবরই সজাগ ছিলেন গুরুপদবাবু। এ ব্যাপারে সরকারি মহলও তাঁর পরামর্শের কদর করে এসেছে।
আরও পড়তে পারেন: গাড়ির কাগজ থেকে ই-চালান, নয়া মোটর ভেহিকল আইনের পরিবর্তনগুলি আপনার জেনে রাখা উচিত
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।