বিরসা মুন্ডার জন্মজয়ন্তীর অনুষ্ঠানে আজ ঝাড়গ্রামে মমতা

0

কলকাতা: বিরসা মুন্ডার (Birsa Munda) জন্মজয়ন্তীর অনুষ্ঠানে আজ ঝাড়গ্রাম সফরে (Jhargram) যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। জানা গিয়েছে, আদিবাসী সম্প্রদায়ের বরেণ্য নেতা বিরসা মুন্ডার মূর্তির ভার্চুয়াল উন্মোচন করবেন মুখ্যমন্ত্রী।

এ দিন দুপুরে বিরসা মুন্ডার জন্মজয়ন্তী পালনের অনুষ্ঠানের উদ্বোধন করতে মুখ্যমন্ত্রী বেলপাহাড়িতে পৌঁছোবেন। বেলপাহাড়ির সাহাড়ি লাগোয়া কুচলাপাহাড়ির ফুটবল ময়দানে হবে অনুষ্ঠান। মুখ্যমন্ত্রীর এই ঝাড়গ্রাম সফর ঘিরে আদিবাসী সমাজের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। ভারত মুন্ডা সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য রামজীবন সিং–সহ মুন্ডা সমাজের ব্যক্তিবর্গরা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবেন।

চলতি বছরে মে মাসে ঝাড়গ্রামে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।তিনদিনের জঙ্গলমহল সফরে গিয়েছিলেন মমতা। প্রথমে পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক বৈঠক ছিল। বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, শিলান্যাসের পাশাপাশি, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী-সহ একাধিক সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান করেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, দু’বছর আগে বিরসা মুন্ডার মূর্তি ভেবে এক আদিবাসী ‘শিকারির’ মূর্তিতে মাল্যদান করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাতেই বিতর্ক রাজ্য-রাজনীতিতে দেখা গিয়েছিল। স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের লোকেরা মূর্তিটির চারপাশে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ করেন। তৃণমূলের তরফে অমিত শাহের কড়া ভাষায় নিন্দা করা হয়। জানা গিয়েছে, বাঁকুড়ার পোয়ারাবাগানের সেই ‘শিকারির’ মূর্তির কিছুটা দূরেই স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার মূর্তি বসানো হয়েছে।

আরও পড়ুন: বিজেপি ক্ষমতায় ফিরলে কে হবেন গুজরাতের পরবর্তী মুখ্যমন্ত্রী, জানালেন অমিত শাহ

বিজ্ঞাপন