Homeখবররাজ্যদক্ষিণবঙ্গের সাত জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা, উত্তরবঙ্গকেও ছাড়াল ঠান্ডা

দক্ষিণবঙ্গের সাত জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা, উত্তরবঙ্গকেও ছাড়াল ঠান্ডা

প্রকাশিত

দক্ষিণবঙ্গের সাত জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা, উত্তরে টেক্কা দিচ্ছে দক্ষিণের ঠান্ডা

আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের সাতটি জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে। শনিবার পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে শৈত্যপ্রবাহ দেখা যেতে পারে। পাশাপাশি, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এবং বীরভূমে কুয়াশার কারণে সকালের দৃশ্যমানতা কমতে পারে।

দক্ষিণের ঠান্ডা উত্তরকেও ছাড়াল

শনিবার উত্তরবঙ্গের কালিম্পংয়ের তুলনায় দক্ষিণবঙ্গের পাঁচটি শহরে তাপমাত্রা কম ছিল। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা দার্জিলিংয়ের ৪ ডিগ্রির পরে রাজ্যের দ্বিতীয় শীতলতম স্থান হিসেবে উঠে এসেছে। শ্রীনিকেতনে তাপমাত্রা ছিল ৮.২ ডিগ্রি, আসানসোলে ৯.৫ ডিগ্রি, সিউড়িতে ৯.৪ ডিগ্রি এবং ঝাড়গ্রামে ৯ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতা ও উত্তরবঙ্গের পরিস্থিতি

কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে তাপমাত্রা ৪ ডিগ্রি হলেও কালিম্পংয়ে তা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

পরবর্তী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতরের মতে, উত্তর ও দক্ষিণবঙ্গের তাপমাত্রায় আপাতত বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী দু’দিনে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৪ ডিগ্রি কম থাকবে। পরবর্তী তিন দিনে আরও ২-৩ ডিগ্রি নামতে পারে তাপমাত্রা।

অন্যত্র নিম্নচাপের সম্ভাবনা

দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা নিম্নচাপে পরিণত হতে পারে। এর অভিমুখ থাকবে তামিলনাড়ু উপকূলের দিকে। অসম, লক্ষদ্বীপ এবং মলদ্বীপের উপরেও ঘূর্ণাবর্তের উপস্থিতি রয়েছে।

সাম্প্রতিকতম

২০২৫ সালের কীর্তি চক্র এবং শৌর্য চক্র পুরস্কারপ্রাপক কারা? জানুন তাঁদের লড়াইয়ের গল্প

৭৬তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানে বীরত্ব প্রদর্শনের জন্য মেজর মনজিৎ এবং নাইক দিলওয়ার খানকে কীর্তি চক্র প্রদান করেছেন।

যুদ্ধবিরতির কয়েক দিনের মধ্যেই কি গাজার নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে হামাস?

১৫ মাসের যুদ্ধেও হামাস ধ্বংস হয়নি। গাজায় ধ্বংসযজ্ঞের মধ্যেই পুনর্গঠন ও শক্তি অর্জনের পথে হামাস।

পদ্ম সম্মান ২০২৫: বাংলার ৯ জন পেলেন রাষ্ট্রীয় পুরস্কার

পদ্ম সম্মান ২০২৫-এর তালিকায় বাংলার জয়জয়কার। গায়ক অরিজিৎ সিং থেকে নৃত্যশিল্পী মমতা শঙ্করসহ ৯ জন পেলেন এই সম্মান।

ভারত-ইংল্যান্ড টি২০: হাড্ডাহাড্ডি লড়াইয়ে দলকে জয়ে পৌঁছে দিলেন তিলক বর্মা

ইংল্যান্ড: ১৬৫-৯ (জোস বাটলার ৪৫, ব্রাইডন কার্স ৩১, অক্ষর পটেল ২-৩২, বরুণ চক্রবর্তী ২-৩৮) ভারত:...

আরও পড়ুন

রবিবার আবারও ফিরছে মরশুমের শেষ কনকনে শীত

শীত ফিরে আসছে! আগামী দু’তিন দিন কনকনে ঠান্ডার পূর্বাভাস, ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকবে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছুঁতে পারে, শীত কমলেও এখনই গরম পড়বে না।

নতুন নতুন পদ্ধতিতে পাচার, সামলাতে হিমশিম বিএসএফ-পুলিশ, নিষিদ্ধ কাশির সিরাপে কোটি টাকার ব্যবসা

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের প্রবণতা রয়েছে। বাংলাদেশে ফেনসিডিল ও স্কাফের মতো সিরাপ নিষিদ্ধ হওয়ায়, চোরাকারবারীরা ভারত থেকে এই সিরাপগুলো বাংলাদেশে পাচার করে থাকে।

রাতে বৃষ্টির সম্ভাবনা, শনিবার থেকে ফের ঠান্ডা, ২৬ জানুয়ারি থেকে জাঁকিয়ে শীতের ইঙ্গিত

আজ রাত থেকে হালকা বৃষ্টি হতে পারে। কাল থেকে উত্তুরে হাওয়া এবং কনকনে ঠান্ডা ফেরার সম্ভাবনা। ২৬ জানুয়ারি থেকে শীতের তীব্রতা বাড়বে বলে জানিয়েছে হাওয়া দফতর।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে