ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা উপনির্বাচনে বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হল।
শুক্রবার রাতে দুই দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে বৈঠকের পর এই আসন সমঝোতা চূড়ান্ত হয়। ঠিক হয়েছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ এবং পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বিধানসভা আসনে প্রার্থী দেবে কংগ্রেস। অন্য দিকে নদিয়ার করিমপুরে প্রার্থী দেবে বামফ্রন্ট।
এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, “কংগ্রেস দু’টো এবং বামফ্রন্ট একটা আসনে প্রার্থী দেবে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নতুন আলো নিয়ে আসবে আমাদের এই জোট। বিজেপি এবং তৃণমূলের মতো সাম্প্রদায়িক শক্তিকে আমরা হারাব।”
আরও পড়ুন কাশ্মীর ইস্যুতে জলঘোলা করার চেষ্টা হলে আইনানুগ ব্যবস্থার নিদান বাংলাদেশে
উল্লেখ্য, কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে ফাঁকা হয়ে যায় কালিয়াগঞ্জ আসনটি। অন্য দিকে মেদিনীপুর থেকে সাংসদ নির্বাচিত হওয়ায় খড়গপুর বিধানসভা আসনটি ছেড়ে দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অন্য দিকে কৃষ্ণনগর থেকে সাংসদ নির্বাচিত হওয়ায় করিমপুর আসনটি ছেড়ে দিতে হয়েছে তৃণমূলের মহুয়া মৈত্রকে।
লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং বামেদের ভরাডুবি হয়েছে। কংগ্রেস যদিও দু’টি আসন জিততে পেরেছে, বামেরা তো একটাও আসন জেতেনি। এখন দেখার এই জোটের মধ্যে দিয়ে রাজ্য রাজনীতিতে কংগ্রেস এবং বামেদের গুরুত্ব আবার ফিরে আসে কি না।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।