ওয়েবডেস্ক: রাজ্যের স্কুলগুলিতে চুক্তিভিত্তিক ভাবে কর্মরত শিক্ষকদের ন্যূনতম বেতন বেঁধে দিল কলকাতা হাইকোর্ট।
এ বার থেকে চুক্তিভিত্তিক শিক্ষকদের ন্যূনতম বেতন হবে স্থায়ী শিক্ষকদের নূন্যতম বেসিক বা মূল বেতনের সমহারে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য একটি মামলার রায়ে এই নির্দেশ দেন। তিনি জানান, শিক্ষকদের বেতন স্থির হবে বিদ্যালয়ের গ্রেড অনুযায়ী। তবে শুধুমাত্র শিক্ষকদের জন্যই নয়, চুক্তিভিত্তিক অন্যান্য শিক্ষাকর্মীদের জন্য একই নির্দেশ লাগু হবে।
একই সঙ্গে তিনি ২০০৮ সাল থেকে মামলাকারীদের নতুন হারে বকেয়া বেতন দেওয়ার নির্দেশ দিয়েছেন। চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন নিয়ে হাইকোর্টের এই রায়কে নজিরবিহীন বলেই আখ্যা দিচ্ছে ওয়াকিবহাল মহল। তবে তাদের মতে, এই নির্দেশ লাগু হলে চুক্তিভিত্তিক শিক্ষকদের বঞ্চনার অভিযোগ কমলেও রাজ্য সরকারের ঘাড়ে কিন্তু বিপুল আর্থিক বোঝা চাপবে।
[ ১২ লক্ষ স্কুলের অধ্যক্ষ এবং শিক্ষকদের জন্য মানসিক স্বাস্থ্য সম্পর্কিত প্রশিক্ষণের পরিকল্পনা ]
প্রসঙ্গত, ২০১৭ সালে সুপ্রিম কোর্টের একটি রায়কে সামনে রেখেই এ দিন এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।