অনিন্দিতা সিনহা, কলকাতা: একাংশের বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে উঠছে লাগামছাড়া বিলের অভিযোগ। করোনাভাইরাস (Coronavirus) সংক্রমণে মানুষের দুর্দশার সুযোগ নিয়ে কোনো কোনো বেসরকারি হাসপাতাল স্বাস্থ্য নিয়ে অনৈতিক ভাবে ব্যবসা করছে বলে অভিযোগ তুললেন খোদ রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী ডা. নির্মল মাজি (Nirmal Maji)। যদি কোনো অন্য়ায় অথবা বিচ্যুতির প্রমাণ পাওয়া যায়, তা হলে দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রয়োজনে গ্রেফতার করার পরামর্শও দিলেন তিনি। শুনুন তিনি কী বললেন?
আরও পড়তে পারেন: বেসরকারি হাসপাতালে ভরতির সময় অগ্রিমের পরিমাণ বেঁধে দিল রাজ্য স্বাস্থ্য কমিশন
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।