রাজ্য
দক্ষিণ দিনাজপুরের পর বাঁকুড়াতেও সিপিএম নেতার ‘ঘর ওয়াপসি’

ওয়েবডেস্ক: দক্ষিণ দিনাজপুরের পর এ বার বাঁকুড়াতেও ‘ঘর ওয়াপসি’ হল সিপিএম নেতার। গেরুয়া শিবিরে নাম লিখিয়েও ফের পুরোনো দলেই ফিরলেন তিনি। লিফলেট ছাপিয়ে সেটা ঘোষণাও করলেন তিনি।
তিনি বাঁকুড়া শহর সিপিএমের লোকাল কমিটির প্রাক্তন সম্পাদক অশোক রায়। গত শনিবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন অশোকবাবু। শহরের মাচানতলা এলাকায় তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন বাঁকুড়ার নবনির্বাচিত বিজেপি সাংসদ সুভাষ সরকার। কিন্তু চার দিনের মাথায় আবারও সিপিএমে ফিরলেন অশোক রায়।
মঙ্গলবার সকালে বাঁকুড়া শহরের বাড়ি বাড়ি লিফলেট পাঠিয়ে ঘরে ফেরার ঘোষণা করেন তিনি। চার দিনেই নিজের মত পরিবর্তনের কারণ জিজ্ঞেস করা হলে অশোকবাবু বলেন, ‘‘বিজেপি এবং সিপিএমের নীতি-আদর্শ সম্পূর্ণ বিপরীতমুখী। গত ৪৫ বছর ধরে আমি মার্কসের ‘দাস ক্যাপিটাল’ মেনে ন্যায়-নীতি এবং সর্বোপরি মার্কসীয় তত্ত্বের মধ্যে ছিলাম। অন্য দিকে বিজেপি কট্টর হিন্দুত্ববাদী। মার্কসীয় নীতি আদর্শের টানেই ফের প্রত্যাবর্তন করলাম। এবং তার জন্য আমি দশ হাজার লিফলেট ছড়িয়েছি বাঁকুড়া শহরে।’’
আরও পড়ুন বৃষ্টিতে জেরবার পাহাড়, কার্শিয়াংয়ের বিভিন্ন জায়গায় ধস, জল বাড়ছে উত্তরবঙ্গের নদীগুলিতে
যদিও অশোকবাবুর এই দলবদলকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বাঁকুড়ার বিজেপি শিবির। জানা গিয়েছে, সিপিএমের এরিয়া কমিটি গঠিত হওয়ার পর বাঁকুড়া পশ্চিম এরিয়া কমিটির শুধুমাত্র সাধারণ সদস্য করেই রাখা হয় অশোকবাবুকে। কেবলমাত্র একজন সাধারণ সদস্য হিসাবে তাঁকে দলে রাখার কারণে, দলের অন্দরে একাধিকবার ক্ষোভ উগরে দেন তিনি। এর প্রতিবাদেই বিজেপি শিবিরে নাম লিখিয়েছিলেন তিনি। কিন্তু মাত্র চার দিনেই তাঁর মোহভঙ্গ হল।
রাজ্য
বামফ্রন্টের পর প্রথম দু’দফার প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেসের
১৩ জনের প্রার্থীতালিকা প্রকাশ করেছে কংগ্রেস।

খবর অনলাইন ডেস্ক: প্রথম দু’দফার ১৩টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস। এর আগে বামফ্রন্ট ৩৮টি আসনে প্রার্থী ঘোষণার পর বাকি আসনগুলিতে সংযুক্ত মোর্চার আরেক শরিক আইএসএফ-এর প্রার্থী দেওয়াই স্বাভাবিক।
তবে বামেদের মতোই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনটিকে ছেড়ে রেখেছে কংগ্রেসও। সেখানে আইএসএফ প্রার্থী দিতে পারে বলে শোনা যাচ্ছে। অন্যদিকে শনিবার প্রথম দু’দফার ৫৭টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি।নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন শুভেন্দু অধিকারীই।
কংগ্রেসের প্রার্থী তালিকা
১৩০ পাথরপ্রতিমা: সুখদেব বেরা
১৩১ কাকদ্বীপ: ইন্দ্রনীল রাউত
২০৬ ময়না: মানিক ভৌমিক
২১৪ ভগবানপুর: শিউ মাইতি
২১৮ এগরা: মানসকুমার করমহাপাত্র
২২৪ খড়গপুর সদর: সমীর রায়
২২৬ সবং: চিরজ্ঞীব ভৌমিক
২৩৯ বলরামপুর: রাধারানি বন্দ্যোপাধ্যায়
২৪০ বাঘমুণ্ডি: নেপাল মাহাত
২৪২ পুরুলিয়া: পার্থপ্রতীম বন্দ্যোপাধ্যায়
২৫৫ বিষ্ণুপুর: দেবু চট্টোপাধ্যায়
২৫৬ কোতুলপুর: অক্ষয় সাঁতরা
আরও দেখে নিতে পারেন: বাম-কংগ্রেস-আইএসএফ জোটের প্রার্থী তালিকা ঘোষণা
রাজ্য
অস্বস্তি বাড়াচ্ছে রাজ্যের করোনা সংক্রমণ, কলকাতাতেও বাড়ল আক্রান্তের সংখ্যা
দৈনিক সংক্রমণের হার অনেকটাই বাড়ল

খবরঅনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গে ক্রমশ অস্বস্তি বাড়াচ্ছে করোনার দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণের পাশাপাশি বেড়ে গিয়েছে সংক্রমণের হারও। কলকাতাতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। এর থেকে বোঝা যাচ্ছে সতর্কতায় ঢিলে দেওয়ার ফল যে কোনো দিনই মারাত্মক রূপে নিতে পারে।
রাজ্যের কোভিড-তথ্য
গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে কোভিডে (Covid 19) আক্রান্ত হয়েছেন ২৫৯ জন। এর ফলে রাজ্যে মোট কোভিডরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৭৬ হাজার ৪৩৫ জন।
তবে অদ্ভুত ভাবে, পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭০ জন। এর ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৬২ হাজার ৯৪৫ জন। গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। রাজ্যে মোট মৃতের সংখ্যা ১০ হাজার ২৭৭ হয়েছে।
রাজ্যে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৩ হাজার ২১৩ জন। গত ২৪ ঘণ্টায় ১৩ জন সক্রিয় রোগী কমেছে রাজ্যে। রাজ্যে সুস্থতার হার বর্তমানে ৯৭.৬৬ শতাংশ।
দৈনিক সংক্রমণের হার অনেকটাই বাড়ল
গত ২৪ ঘণ্টায় রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৬৬৫টি। ফলে এ দিন সংক্রমণের হার ছিল ১.৩১ শতাংশ।প্রায় দু’মাসের মধ্যে সব থেকে বেশি দৈনিক সংক্রমণের হার রেকর্ড করা হয়েছে শুক্রবার।
তবে রাজ্যের সামগ্রিক সংক্রমণের হারও আরও কিছুটা কমেছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট ৮৬ লক্ষ ৭৮ হাজার ৫৯৪টি নমুনা পরীক্ষা হয়েছে। সংক্রমণের হার রয়েছে ৬.৬৪ শতাংশ।
হাসপাতাল শয্যা-তথ্য
সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে বর্তমানে ৫৮ হাসপাতালের ৬,৭৩৬টি শয্যা কোভিডের চিকিৎসার জন্য নির্ধারিত রয়েছে। এর মধ্যে ভরতি আছে মাত্র ৩.৪৭ শতাংশ বেড।
কলকাতা ও উত্তর ২৪ পরগণার পরিস্থিতি
কলকাতায় আক্রান্তের সংখ্যা বেশ উদ্বেগজনক ভাবে বেড়েছে। এই হারে যদি বাড়তে থাকে তা হলে অবিলম্বেই শহরের পরিস্থিতি ফের উদ্বেগজনক হয়ে উঠবে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৮৩ জন, উত্তর ২৪ পরগণায় ৫২ জন আক্রান্ত হয়েছেন। এই দুই জেলায় সুস্থ হয়েছেন যথাক্রমে ৭৭ এবং ৭২ জন। উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ১ জনের।
কলকাতায় এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ২৯ হাজার ৮৬০, উত্তর ২৪ পরগণায় মোট আক্রান্ত ১ লক্ষ ২৩ হাজার ৪৮০। কলকাতায় বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ১,২৩১ জন এবং উত্তর ২৪ পরগণায় ৯১৭। দুই জেলায় মৃত্যু হয়েছে যথাক্রমে ৩,১০২ এবং ২,৫১২ জনের।
কয়েকটি জেলায় পরিস্থিতির অবনতি
গত ২৪ ঘণ্টায় রাজ্যের কিছু জেলায় সংক্রমণ পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। এই জেলাগুলি হল হাওড়া (২৩), পশ্চিম বর্ধমান (১৭), হুগলি (১৪), নদিয়া (১০) এবং দার্জিলিং (১০)।
যে যে জেলায় সংক্রমণ এক অঙ্কে ছিল, সেই জেলাগুলি হল কোচবিহার (১), পুরুলিয়া (১), ঝাড়গ্রাম (১), মুর্শিদাবাদ (২), পূর্ব মেদিনীপুর (২), দার্জিলিং (৩), পশ্চিম মেদিনীপুর (৩), মালদা (৫), পূর্ব বর্ধমান (৫), বাঁকুড়া (৬), উত্তর দিনাজপুর (৭) এবং দক্ষিণ ২৪ পরগণা (৮)।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ার, কালিম্পং এবং দক্ষিণ দিনাজপুরে নতুন করে কেউ কোভিডে আক্রান্ত হননি।
রাজ্য
লড়াই মুখোমুখি! নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন শুভেন্দু অধিকারী
কোন কেন্দ্রে কে প্রার্থী বিজেপির?

খবর অনলাইন ডেস্ক: শনিবার প্রথম দু’দফার ৫৭টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। এ দিন এই ৫৭টির মধ্যে ৫৬টিতে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এর মধ্যে একটি ছাড়া হয়েছে সহযোগী দল আজসুকে। তবে সব থেকে উল্লেখযোগ্য বিষয়, এ দিন স্পষ্ট হয়ে গেল, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন শুভেন্দু অধিকারীই।
এক নজরে বিজেপির প্রার্থী তালিকা
প্রথম দফা
২১২ পটাশপুর: অম্বুজাক্ষ মোহান্তি
২১৩ কাঁথি উত্তর: সুনীতা সিংহ
২১৪ ভগবানপুর: রবীন্দ্রনাথ মাইতি
২১৫ খেজুরি: শান্তনু প্রামাণিক
২১৬ কাঁথি দক্ষিণ: অরূপকুমার দাস
২১৭ রামনগর: স্বদেশরঞ্জন নায়েক
২১৮ এগরা: অরূপ দাস
২১৯ দাঁতন: শক্তিপদ নায়েক
২২০ নয়াগ্রাম: বকুল মুর্মু
২২১ গোপীবল্লভপুর: সঞ্জিৎ মাহাতো
২২২ ঝাড়গ্রাম: সুখময় শতপথী
২২৩ কেশিয়াড়ি: সোনালি মুর্মু
২২৮ খড়গপুর: তপন ভুঁইয়া
২৩৩ গড়বেতা: মদন রুইদাস
২৩৪ শালবনি: রাজীব কুণ্ডু
২৩৬ মেদিনীপুর: শমিত দাশ
২৩৭ বিনপুর: পালন সোরেন
২৩৮ বান্দোয়ান: পারসি মুর্মু
২৩৯ বলরামপুর: বাণেশ্বর মাহাতো
২৪০ বাঘমুণ্ডি: আজসু
২৪১ জয়পুর: নরহরি মাহাতো
২৪২ পুরুলিয়া: সুদীপ মুখোপাধ্যায়
২৪৩ মানবাজার: গৌরী সিং সর্দার
২৪৫ পারা: নাদিয়া চাঁদ বাউরি
২৪৬ রঘুনাথপুর: বিবেকানন্দ বাউরি
২৪৭ সালতোড়া: চন্দনা বাউরি
২৪৮ ছাতনা: সত্যনারায়ণ মুখোপাধ্যায়
২৪৯ রানিবাঁধ: ক্ষুদিরাম টুডু
২৫০: রায়পুর: সুধাংশু হাঁসদা
দ্বিতীয় দফা
১২৭ গোসাবা: চিত্ত (বরুণ) প্রামাণিক
১৩০ পাথরপ্রতিমা: অসিত হালদার
১৩১ কাকদ্বীপ: দীপঙ্কর জানা
১৩২ সাগর: বিকাশ কামিলা
২০৩ তমলুক: ডা. হরেকৃষ্ণ বেরা
২০৪ পাঁশকুড়া পূর্ব: দেবব্রত পট্টনায়েক
২০৫ পাঁশকুড়া পশ্চিম: শিন্তু সেনাপতি
২০৬ ময়না: অশোক দিন্দা
২০৭ নন্দকুমার: নীলাঞ্জন অধিকারী
২০৮ মহিষাদল: বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়
২০৯ হলদিয়া: তাপসী মণ্ডল
২১০ নন্দীগ্রাম: শুভেন্দু অধিকারী
২১১ চণ্ডীপুর: পুলককান্তি গুড়িয়া
২২৫ নারায়ণগড়: রামপ্রসাদ গিরি
২২৬ সবং: অমূল্য মাইতি
২২৭ পিংলা: অন্তরা ভট্টাচার্য
২২৯ ডেবরা: ভারতী ঘোষ
২৩০ দাসপুর: প্রশান্ত বেরা
২৩১ ঘাটাল: শীতল কপাট
২৩২ চন্দ্রকোনা: শিবরাম দাস
২৩৫ কেশপুর: প্রীতীশ রঞ্জন কুওর
২৫১ তালডাংরা: শ্যামলকুমার সরকার
২৫২ বাঁকুড়া নীলাদ্রি শেখর দানা
২৫৪ ওন্দা: অমর সাখা
২৫৫ বিষ্ণুপুর: তন্ময় ঘোষ
২৫৬ কোতুলপুর: হরকালী প্রতিহার
২৫৭ ইন্দাস: নির্মল ধাড়া
২৫৮ সোনামুখি: দিবাকর ঘোরামি
আরও পড়তে পারেন: পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল
-
রাজ্য2 days ago
পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল
-
গাড়ি ও বাইক2 days ago
আরটিও অফিসে আর যেতে হবে না! চালু হল আধার ভিত্তিক যোগাযোগহীন পরিষেবা
-
ভ্রমণের খবর3 days ago
ব্যাপক ক্ষতির মুখে পর্যটন, রাঢ়বঙ্গে ভোট পেছোনোর আর্জি নিয়ে কমিশনের দ্বারস্থ পর্যটন ব্যবসায়ীদের সংগঠন
-
রাজ্য2 days ago
বিধান পরিষদ গঠন করে প্রবীণদের স্থান দেওয়া হবে, প্রার্থী তালিকা ঘোষণা করে বললেন মমতা