মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল সিপিএম। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এ বিষয়ে জানান, দলের পক্ষ থেকে তন্ময়কে সাসপেন্ড করা হচ্ছে এবং ঘটনাটি খতিয়ে দেখা হবে। এ বিষয়ে দলের অন্য নেতারাও উষ্মা প্রকাশ করেছেন। বামনেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় এবং দল প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
ঘটনাটি প্রথম সামনে আসে রবিবার, যখন এক তরুণী সাংবাদিক ফেসবুক লাইভে এসে তন্ময়ের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন। সাংবাদিকের দাবি, তন্ময় ভট্টাচার্যের সঙ্গে একটি সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল। সাক্ষাৎকারের আগে তন্ময়বাবু তাঁর সঙ্গে এমন আচরণ করেন যা অস্বস্তিকর ছিল। অভিযোগ, তন্ময় তাঁর কোলে বসে পড়েন এবং মন্তব্য করেন। সাংবাদিকের অভিযোগ, বরাবরই নিজের মাত্রার বাইরে গিয়ে ইয়ার্কি-ঠাট্টা করেন তন্ময় ভট্টাচার্য। এর আগে সাংবাদিক বিষয়টি এড়িয়ে গেলেও এবারের ঘটনা মাত্রা ছাড়ানোয় তিনি ফেসবুকে লাইভে এসে এর বিরুদ্ধে মুখ খোলেন।
এদিকে, তন্ময় ভট্টাচার্য নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “ওই সাংবাদিককে আমি বহুদিন ধরে চিনি এবং সবসময় ঠাট্টা করে কথা বলি। এই ঘটনার জন্য কখনোই কেউ অভিযোগ করেনি। আমি ওকে মা বলে ডাকি। এমন অভিযোগ উঠবে তা আমি ভাবিনি।”
একাধিক সাংবাদমাধ্যেমের দাবি, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, তন্ময় ভট্টাচার্যকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে। তবে কতদিনের জন্য তা নির্দিষ্টভাবে জানা যাবে আগামীকাল।
কুণাল ঘোষের দাবি
মহিলা সাংবাদিকের অভিযোগ সামনে আসার পর বামনেতা তন্ময় ভট্টাচার্যের গ্রেফতারির দাবি জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। রাজ্য পুলিশকে ট্যাগ করে তিনি সমাজমাধদ্যমে লেখেন, “অনেক আগেই আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। নির্যাতিতা সাংবাদিক বয়ান দিয়েছেন। তারপরেও কেন এখনও গ্রেফতার নয়?”