Homeখবররাজ্যমহিলা সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগ, সাসপেন্ড সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য, গ্রেফতারির দাবি কুণালের

মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগ, সাসপেন্ড সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য, গ্রেফতারির দাবি কুণালের

প্রকাশিত

মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল সিপিএম। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এ বিষয়ে জানান, দলের পক্ষ থেকে তন্ময়কে সাসপেন্ড করা হচ্ছে এবং ঘটনাটি খতিয়ে দেখা হবে। এ বিষয়ে দলের অন্য নেতারাও উষ্মা প্রকাশ করেছেন। বামনেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় এবং দল প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

ঘটনাটি প্রথম সামনে আসে রবিবার, যখন এক তরুণী সাংবাদিক ফেসবুক লাইভে এসে তন্ময়ের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন। সাংবাদিকের দাবি, তন্ময় ভট্টাচার্যের সঙ্গে একটি সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল। সাক্ষাৎকারের আগে তন্ময়বাবু তাঁর সঙ্গে এমন আচরণ করেন যা অস্বস্তিকর ছিল। অভিযোগ, তন্ময় তাঁর কোলে বসে পড়েন এবং মন্তব্য করেন। সাংবাদিকের অভিযোগ, বরাবরই নিজের মাত্রার বাইরে গিয়ে ইয়ার্কি-ঠাট্টা করেন তন্ময় ভট্টাচার্য। এর আগে সাংবাদিক বিষয়টি এড়িয়ে গেলেও এবারের ঘটনা মাত্রা ছাড়ানোয় তিনি ফেসবুকে লাইভে এসে এর বিরুদ্ধে মুখ খোলেন।

tammay

এদিকে, তন্ময় ভট্টাচার্য নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “ওই সাংবাদিককে আমি বহুদিন ধরে চিনি এবং সবসময় ঠাট্টা করে কথা বলি। এই ঘটনার জন্য কখনোই কেউ অভিযোগ করেনি। আমি ওকে মা বলে ডাকি। এমন অভিযোগ উঠবে তা আমি ভাবিনি।”

একাধিক সাংবাদমাধ্যেমের দাবি, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, তন্ময় ভট্টাচার্যকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে। তবে কতদিনের জন্য তা নির্দিষ্টভাবে জানা যাবে আগামীকাল।

kunal ghosh
ফাইল ছবি

কুণাল ঘোষের দাবি

মহিলা সাংবাদিকের অভিযোগ সামনে আসার পর বামনেতা তন্ময় ভট্টাচার্যের গ্রেফতারির দাবি জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। রাজ্য পুলিশকে ট্যাগ করে তিনি সমাজমাধদ্যমে লেখেন, “অনেক আগেই আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। নির্যাতিতা সাংবাদিক বয়ান দিয়েছেন। তারপরেও কেন এখনও গ্রেফতার নয়?”

সাম্প্রতিকতম

এই সব করদাতাদের জিএসটিআর-৭ ফাইল করার জন্য কোনও লেট ফি লাগবে না

জিএসটি টিডিএস ফাইলিং: জিএসটিআর-৭ দাখিলের সময়সীমা পেরোলেও নেই জরিমানা, কিন্তু দায় এড়ানোর উপায় নেই জিএসটি...

স্ব-মূল্যায়নে সম্পত্তি কর নির্ধারণের সুবিধা এ বার রাজ্যের সব পুরসভায়

কলকাতার পর এবার রাজ্যের সব পুরসভায় চালু হতে চলেছে ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট পদ্ধতি। সেল্ফ অ্যাসেসমেন্টের মাধ্যমে নাগরিকেরা নিজেরাই নির্ধারণ করবেন সম্পত্তি কর।

স্মার্টফোনকে সাইবার জালিয়াতির হাত থেকে রক্ষা করতে কী পরামর্শ কেন্দ্রীয় সরকারের

দিন দিন ভারতে বাড়ছে একের পর এক সাইবার জালিয়াতির ঘটনা। প্রতারকরা একের পর এক...

মাতৃত্বের সংজ্ঞা বদলাচ্ছে কাব্য, ভারতের প্রথম এআই মম ইনফ্লুয়েন্সার

প্রযুক্তির জগতে তুফান তুলে দিয়েছে কাব্য মেহরা। প্রযুক্তির সঙ্গে মানবিক শক্তির মেলবন্ধন ঘটিয়েছে কাব্য।...

আরও পড়ুন

স্ব-মূল্যায়নে সম্পত্তি কর নির্ধারণের সুবিধা এ বার রাজ্যের সব পুরসভায়

কলকাতার পর এবার রাজ্যের সব পুরসভায় চালু হতে চলেছে ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট পদ্ধতি। সেল্ফ অ্যাসেসমেন্টের মাধ্যমে নাগরিকেরা নিজেরাই নির্ধারণ করবেন সম্পত্তি কর।

বছরের প্রথম কনকনে শীত পড়তে চলেছে কলকাতায়, তাপমাত্রা নামবে ১২ ডিগ্রিতে

মঙ্গলবার সকাল থেকে আকাশ পরিষ্কার। বছরের প্রথম কনকনে শীত পড়তে চলেছে কলকাতায়। তাপমাত্রা ১২-১৩ ডিগ্রি সেলসিয়াসে নামবে। দক্ষিণবঙ্গে পারদ নেমে যেতে পারে ৭-১১ ডিগ্রির মধ্যে।

ভোটার কার্ডে ভুল পরিচয়, ৬ বছর কারাবাস, অবশেষে পরিবারের কাছে ফিরলেন নলিনী

ভুল পরিচয়ে ৬ বছর কারাবাস। নলিনী চৌধুরীর পরিবারকে খুঁজে বের করে তাঁর মুক্তির ব্যবস্থা করল ডিএলএসএ।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে