কলকাতা: রেল লাইনের ধারে ঝুপড়ির বাসিন্দারা প্রথমে দেখতে পান সেই ফাটল। তাঁরাই রেল পুলিশকে খবর দেওয়ার পর শিয়ালদহের দু’নম্বর ডাউন লাইনে রেল চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে শুরু হয় দ্রুত মেরামতির কাজ।
জানা গিয়েছে, সপ্তাহের প্রথম দিনের এই বিভ্রাটে ব্যাহত হয় রেল পরিষেবা। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। সকাল ৯টা নাগাদ এই ফাটল ধরা পড়ায় তার পর থেকেই বন্ধ হয়ে যায় ওই দু’নম্বর ডাউন দিয়ে ট্রেন চলাচল। তবে ফাটলের কাজ দ্রুত মেরামতির চেষ্টা চলছে। রেল আধিকারিকরা জানিয়েছেন, ফাটল মেরামত হয়ে গেলেও ফের ওই লাইনে ট্রেন চলাচল শুরু হবে।
আরও পড়ুন: কলকাতার মেয়রপদে জয়ের প্রতীক্ষায় ফিরহাদ হাকিম!
পাশাপাশি দু’নম্বর ডাউন লাইনের বিকল্প হিসাবে চার নম্বর ডাউন লাইন দিয়ে ট্রেন চালিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। কিন্তু তা স্বাভাবিক নয়। ফলে সমস্ত ট্রেনই সর্বোচ্চ আধঘণ্টা পর্যন্ত দেরিতে ছাড়তে শুরু করে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।