বঙ্গোপসাগরে অবস্থানরত অতি গভীর নিম্নচাপটি শনিবার ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। এর প্রভাবে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। কলকাতায় আগামী ১২ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। যদিও সরকারি ভাবে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হাওয়ার বিষয়ে কিছু জানানো হয়নি।
নিম্নচাপটির কেন্দ্র কলকাতা থেকে পশ্চিম দিকে সরে যাওয়ায় কলকাতায় moisture incursion অর্থাৎ আর্দ্রতা প্রবেশের কারণে বৃষ্টি শুরু হতে পারে। এই প্রক্রিয়ায় আকাশের উচ্চ স্তর থেকে আর্দ্রতা নিচে নেমে এসে বৃষ্টিপাতের সৃষ্টি করে। মূলত এটি ঘূর্ণিঝড়ের প্রভাবে বায়ুমণ্ডলে সঞ্চিত আর্দ্রতা মাটির কাছাকাছি নেমে আসে এবং বৃষ্টি আকারে প্রকাশ পায়। এর ফলে দীর্ঘ সময় ধরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে।
অন্যদিকে, নিম্নচাপটি পশ্চিম দিকে সরছে বলে হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে রাজ্যের পশ্চিম অংশের জেলা যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। হাওয়ার গতিবেগও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যাঁরা উপকূলবর্তী অঞ্চল বা রাজ্যের পশ্চিমাঞ্চলের দিকে যাতায়াত করছেন, তাঁদের বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত।