cyclone gaja
প্রতীকী ছবি

ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গের পৌষমাস, চেন্নাইয়ের সর্বনাশ! নতুন ঘূর্ণিঝড়ের হাত থেকে বেঁচে গেল পশ্চিমবঙ্গ। আবহাওয়া দফতরের তরফ থেকে সরকারি ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ঘূর্ণিঝড় ‘গজা’ আছড়ে পড়বে চেন্নাই উপকূলের আশেপাশে।

দিন তিনেক আগে আন্দামান সাগরে তৈরি হয়েছিল একটি নিম্নচাপ। ক্রমে সেটা শক্তি বাড়িয়ে রবিবার সকাল নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করেছে। কিন্তু এর গতিপ্রকৃতি কী হবে, সে ব্যাপারে প্রথম থেকেই কিছুটা সন্দিহান ছিলেন আবহাওয়াবিদরা। প্রথম থেকে চেন্নাইয়ের দিকে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেলেও কিছুতেই নিশ্চিত হওয়া যাচ্ছিল না। অবশেষে রবিবার দুপুরে একটি বুলেটিনে পশ্চিমবঙ্গের জন্য স্বস্তির খবর শুনিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে ‘গজা’। তার পর প্রথমে পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে এগোতে শুরু করবে। কিন্তু শেষ মুহূর্তে আবার দক্ষিণ দিকে ঘুরবে এই ঝড়। ১৫ নভেম্বর নাগাদ চেন্নাইয়ের দক্ষিণে কাড্ডালোরে আছড়ে পড়বে সে। তবে তার আগে আবার কিছুটা দুর্বল হয়ে ঘূর্ণিঝড় হিসেবেই আঘাত হানবে ‘গজা’।

আরও পড়ুন দিনে নাইটি পরলে দু’হাজার টাকার জরিমানা, আজব নিয়ম এই গ্রামে

এর প্রভাবে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

অন্য দিকে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন পারদের নিম্নগামী যাত্রা বজায় থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here