কলকাতা: সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ (DA) নিয়ে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের (SAT) নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে ফের মামলা করেছে রাজ্য সরকার। সেই মামলার শুনানি আগামী ১৫ ডিসেম্বর।
এর আগে হাইকোর্ট ও স্যাট মিলিয়ে এই মামলায় চারবার হেরেছে রাজ্য সরকার। গত ২৩ সেপ্টেম্বর স্যাটের চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের বেঞ্চ জানিয়ে দেয়, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে কর্মীদের যাবতীয় বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। একই সঙ্গে বকেয়া মেটানোর পদ্ধতিও বাতলে দেওয়া হয়। সেই সময়সীমা শেষ হওয়ার এক দিন আগে রাজ্যের নতুন এই আবেদনের শুনানি হবে।
এর আগে শোনা গিয়েছিল, ৩ ডিসেম্বর ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হতে পারে। কিন্তু শুক্রবার রাজ্য সরকার এক পাতার একটি চিঠি পেশ করলেও কার্যত কোনো শুনানি হয়নি। বিচারপতি হরিশ ট্যান্ডন ও সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ১৫ ডিসেম্বর মামলাটির শুনানি হবে।
প্রসঙ্গত, ২০১৯ সালের ২৬ জুলাই স্যাট নির্দেশ দিয়েছিল, সরকারি কর্মীদের বকেয়া ডিএ ছ’মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে। কিন্তু বাস্তবে সেই নির্দেশ কার্যকর না-হওয়ায় আদালত অবমাননার মামলা করেন সরকারি কর্মীরা। এর পর গত সেপ্টেম্বরে স্যাটের শেষ নির্দেশ অনুযায়ী, ১৬ ডিসেম্বরের মধ্যে কর্মীদের যাবতীয় বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে গিয়েছে রাজ্য।
আগের নির্দেশে আরও বলা হয়েছিল, ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার আগেই ২০০৬ সাল থেকে বকেয়া যাবতীয় পাওনা সরকারি কর্মীদের মিটিয়ে দিতে হবে। আরও পড়তে পারেন: রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটাতে ফের সময়সীমা বেঁধে দিল স্যাট