খবর অনলাইন ডেস্ক: রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩ শতাংশ হারে মহার্ঘভাতা (ডিএ) পাবেন সরকারি কর্মীরা।
এর আগেই সরকারি কর্মীদের জন্য ৩ শতাংশ হারে ডিএ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বর্ধিত ডিএ শুধুমাত্র ২ লক্ষ টাকা পর্যন্ত যাঁরা বেতন পান, তাঁদের জন্যই কার্যকর ছিল। নবান্ন সূত্রে খবর, যে কর্মীরা মাসিক ২ লক্ষ টাকার বেশি বেতন পান, তাঁদেরও এ বার অন্তর্ভুক্ত করা হয়েছে।
ডিএ নিয়ে দীর্ঘ দিন ধরে রাজ্য সরকারের সঙ্গে বিভিন্ন কর্মী সংগঠনের টানাপড়েন চলছে। কয়েকদিন আগে নবান্নে ডিএ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের নেতৃত্বাধীন কর্মচারী সংগঠন ফেডারেশনের সঙ্গে বৈঠকের পর ওই ঘোষণা করেন তিনি।
এমনিতে ডিএ বিতর্কের জল গড়িয়েছে আদালতেও। গত বছর ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হলেও সেটা ছিল ডিএ-বিহীন। তার পর এই প্রথম ডিএ বাড়ানো হল রাজ্যে।
উল্লেখ্য, ডিএ বাড়ানোর ফলে অতিরিক্ত ২ হাজার ২০০ কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এখন ২ লক্ষ টাকা বেশি বেতনের কর্মীদের সংযুক্ত করায় সেই ব্যয়ের বহর আরও বাড়তে চলেছে। তবে সরকারের এই সিদ্ধান্তে খুশি সরকারি কর্মচারীদের একাংশ।
আরও পড়তে পারেন: মিম ছেড়ে তৃণমূলে যোগ সাংগঠনিক প্রধানের
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।