স্বাধীনতা দিবসের উপহার: দিনে ৩০০টি মেট্রো চলবে কলকাতায়

0

না। ঠিক স্বাধীনতা দিবস থেকেই যে এই পরিষেবা শুরু হবে, তা নয়। তবে চলতি মাস থেকেই সারা দিনে ৩০০টি মেট্রো চলবে কলকাতায়। এখন এই সংখ্যাটা ২৭৮। ৭০তম স্বাধীনতা দিবসের আগে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কথা জানালেন কলকাতা মেট্রো রেলের মুখপাত্র ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় ।

প্রতি বছর পূজোর আগের দু’মাস এসপ্লেনেড, গড়িয়াহাট, শ্যামবাজারের মতো শহরের বিভিন্ন বড় বড় বাজার এলাকায় প্রচুর মানুষের ঢল নামে। সেই ভিড় গিয়ে পড়ে লাগোয়া মেট্রো স্টেশনগুলোতেও। ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রী-সহ সকলেই। মেট্রোর সংখ্যা বাড়লে সেই সময় মানুষ অনেকটা স্বস্তি পাবেন বলেও মনে করছেন মেট্রো রেল কর্তৃপক্ষ।

আগস্ট থেকে চালু হবে বলে জানালেও, ৩০০টি রেল ঠিক কবে থেকে চলবে হবে সে বিষয়ে কিছু স্পষ্ট করে জানায়নি মেট্রো কর্তৃপক্ষ।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন