কলকাতা: পুজোর ক’টা দিন মানেই মণ্ডপ, থিম, আলোকসজ্জা এবং প্রতিমা নিয়ে বিস্তর চর্চা। সঙ্গে প্রতিযোগিতা আর পুরস্কারও। ফলে উৎসবের মরশুম মানেই পুরস্কার প্রদানকারী সংস্থাগুলিরও জোর তৎপরতা।

দ্বিতীয় বর্ষের ডেইলিহান্ট শারদ সম্মান ২০২২ (Dailyhunt Sharad Samman 2022) সম্পন্ন হল দুর্দান্ত ভাবে। কারণ, দেশের বৃহত্তম কনটেন্ট এবং নিউজ এগ্রিগেটর অ্যাপের এ বারের কর্মকাণ্ড বিস্তৃত ছিল সারা পশ্চিমবঙ্গ জুড়ে। এ বার শারদ সম্মান পুরস্কার দেওয়া হল মোট ৪১টি দুর্গাপুজো কমিটিকে। কলকাতা তো বটেই, উল্লেখযোগ্য ভাবে সেরার পুরস্কার জিতে নিয়েছে জেলার দুর্গা পুজোগুলোও।
ডেইলিহান্ট শারদ সম্মান ২০২২ পূর্ণাঙ্গ তালিকা

১. জিএলএস নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব, সিটি স্কোয়ার গ্রাউন্ড
২. ডিবি ব্লক সার্বজনীন দুর্গোৎসব কমিটি নিউটাউন
৩. টালা প্রত্যয়
৪. বালীগঞ্জ ২১ পল্লী
৫. দমদম পার্ক তরুণ সংঘ
৬. বাগুইআটি উদয়ন সংঘ
৭. বাগুইআটি দেশবন্ধুনগর সুভাষ সংঘ
৮. আপকার গার্ডেন দুর্গা পূজা কমিটি
৯. আসানসোল রবীন্দ্রনগর উন্নয়ন পুজো সমিতি
১০. ইছলাবাদ ইয়ুথ ক্লাব পূর্ব বর্ধমান
১১. আলমগঞ্জ বারোয়ারি পূর্ব বর্ধমান
১২. ইছাপুর সংঘ মিত্র ক্যানেল সাইড সার্বজনীন হাওড়া
১৩. সানমুন স্টার অ্যাসোসিয়েশন বড়ুগাছিয়া লক ফ্যাক্টরি রোড, হাওড়া
১৪. ভামুরিয়া বাথানেস্বর সার্বজনীন দুর্গা পুজো কমিটি পুরুলিয়া
১৫. হুচুক পাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি, পুরুলিয়া
১৬. জামবুনি সার্বজনীন দুর্গোৎসব কমিটি, বোলপুর
১৭. বাঁধগোড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি, বোলপুর
১৮. দুবরাজপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন, সাঁইথিয়া
১৯. অগ্রণী সমাজ, সাঁইথিয়া
২০. কারবালা মোড় বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটি চুঁচুড়া হুগলি
২১. ন্যাশনাল আাকাডেমি অফ ফটোগ্রাফি কলকাতা
২২. বরানগর সাবর্বজনীন দুর্গোৎসব, কুটিঘাট বারোয়ারীতলা
২৩. ইন্টালী প্রভাত সংঘ ও পল্লীবাসীবৃন্দ
২৪. বেদিয়াপাড়া সর্বজনীন দুর্গোৎসব
২৫. বড়িশা নেতাজী সংঘ দুর্গাপূজো
২৬. বাগুইআটি সার্বজনীন দুর্গোৎসব
২৭. আজাদ হিন্দ বাগ সার্বজনীন দুর্গোৎসব সমিতি, হেদুয়া পার্ক
২৮. দেশবন্ধুনগর পল্লী উন্নয়ন সমিতি সর্বজনীন দুর্গোৎসব
২৯. কেওটা উজ্জ্বল সংঘ ব্যান্ডেল, হুগলি
৩০. এএ ব্লক কমিটি, বিধাননগর
৩১. ইস্ট মল ফ্রেন্ডস ইউনিট ক্লাব, দমদম
৩২. নিমতলা ঘোষপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমুদ্রগড়, পূর্বস্থলী – ১
৩৩. পশ্চিম নারায়ণতলা সার্বজনীন দুর্গোৎসব, মিলন সংঘ
৩৪. বেলগাছিয়া কেন্দ্রীয় সার্বজনীন দুর্গোৎসব কমিটি
৩৫. সুভাষনগর সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি
৩৬. ত্রিধারা
৩৭. বালিগঞ্জ কালচারাল আসোসিয়েশন
৩৮. দুর্বার মহিলা দুর্গোৎসব কমিটি
৩৯. পুটিয়ারী ক্লাব সাবর্জনীন দুর্গোৎসব
৪০. দমদম পার্ক যুবকবৃন্দ
৪১. বড়িশা ৭-এর পল্লী সম্মিলনী

বলে রাখা ভালো, সংস্থার প্রথম বছরে এই পুরস্কার সংখ্যা ছিল ১০, এবং তা সীমাবদ্ধ ছিল কলকাতার মধ্যে। এ বার ৪১টি সেরা পুজোকে কলকাতা এবং রাজ্যের ১০টি জেলা থেকে নির্বাচিত করা হয়েছে।