বিপিন রাওয়াতের সঙ্গেই হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত দার্জিলিংয়ের তাকদার বাসিন্দা হাবিলদার সতপাল রাই

0
সতপাল রাই। প্রতীকী ছবি

দার্জিলিং: হেলিকপ্টার দুর্ঘটনায় জেনারেল বিপিন রাওয়তের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হাবিলদার সতপাল রাইয়ের মৃত্যু হয়েছে। তিনি দার্জিলিংয়ের তাকদার বাসিন্দা। সংবাদ সংস্থা এই খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ তাকদা।

সতপালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। দেশের সেবায় হাবিলদার সতপালের আত্মত্যাগ গোর্খাদের কাছেও স্মরণীয় হয়ে থাকবে বলে টুইটারে লিখেছেন তিনি। বুধবার দুপুরে তামিলনাড়ুর কুন্নুরে দুর্ঘটনায় পড়ে বায়ুসেনার এমআই-১৭ ভি-৫ হেলিকপ্টার। তাতে চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল রাওয়ত, তাঁর স্ত্রী মধুলিকা-সহ ১৪ জন ছিলেন।

নিজের সাংসদ এলাকার বাসিন্দা সতপালের মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজু। টুইটারে তিনি লিখেছেন,”হাবিলদার সতপাল রাইয়ের মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। সিডিএস জেনারেল বিপিন রাওয়ত’জির ব্যক্তিগত নিরাপত্তারক্ষী (পিএসও) ছিলেন তিনি।”

উল্লেখ্য, এই হেলিকপ্টার দুর্ঘটনায় একমাত্র গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ ছাড়া ওই দুর্ঘটনায় হেলিকপ্টারে সওয়ার ১৪ জনের মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে। বরুণ বর্তমানে ওয়েলিংটনের সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাঁর অবস্থাও আশংকাজনক।

আরও পড়তে পারেন

গঙ্গা-ভাঙন রোখার কাজে কেন্দ্রের ‘নমামি গঙ্গে’ প্রকল্পের টাকা চান মমতা বন্দ্যোপাধ্যায়

হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত সেনার সর্বাধিনায়ক বিপিন রাওয়ত

রাজ্যে চাকরি করতে হলে বাংলা ভাষা জানতে হবে: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

৭৭ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কৃষকবন্ধু প্রকল্পের ২২০০ কোটি টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন