স্বাস্থ্য দফতরের হিসাব অনুযায়ী রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩৪৩৮। বৃহস্পতিবার ডেঙ্গিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩৭ জন। এখনও পর্যন্ত সরকারি তথ্যে মৃতের সংখ্যা ১৭। বেলেঘাটা আইডি, কলকাতা মেডিক্যাল কলেজ ও ন্যশানাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নতুন করে ৩৫০ জন রোগী ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথি জানিয়েছেন, বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য দফতরের একটি বিশেষ দল রাজ্যের একধিক হাসপাতাল পরির্দশন করে। ডেঙ্গির পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে স্বাস্থ্য দফতরে রিপোর্ট দিয়েছে পরির্দশক দলটি।
নিম্নচাপের বৃষ্টির ফলে ডেঙ্গি ও ম্যালেরিয়া পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে তিনি জানিয়েছেন। স্বাস্থ্য অধির্কতা আরও বলেন, স্ক্রাব টাইফাস রোগে আক্রান্ত হয়ে যে ২ জন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে ভর্তি ছিল তারা এখন ভালো আছে। নতুন করে এই রোগে আক্রান্তের কোনও খবর নেই। রোগটির সম্পর্কে জেলা হাসপাতালগুলিকেও সর্তক করা হয়েছে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।