Homeভ্রমণভ্রমণের খবরদিঘা-কলকাতা রুটে মহালয়া থেকে অতিরিক্ত বাস পরিষেবা চালু করবে এসবিএসটিসি

দিঘা-কলকাতা রুটে মহালয়া থেকে অতিরিক্ত বাস পরিষেবা চালু করবে এসবিএসটিসি

প্রকাশিত

দুর্গাপুজোর ছুটিতে সৈকত নগরী দীঘা এবং মন্দারমণিতে পর্যটকদের ভিড় জমছে। আগাম বুকিংয়ের চাহিদা ইতিমধ্যেই লক্ষ করা যাচ্ছে। দীঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২৫ সেপ্টেম্বর থেকে পূর্ণোদমে হোটেল বুকিং শুরু হবে। ইতিমধ্যেই পর্যটকদের সাড়া মন্দারমণি এবং দীঘা, উভয় স্থানেই নজর কাড়ার মতো।

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এসবিএসটিসি) মহালয়ার সময় থেকে দিঘা-কলকাতা রুটে অতিরিক্ত বাস চালু করবে। দীঘার ডিপো ইন-চার্জ সোমনাথ ঘোষ জানিয়েছেন, পুজোর সময়ে পর্যটকদের সাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বাসের সংখ্যা বাড়িয়ে ৫৫ থেকে ৬০টি করা হবে। লক্ষ্মীপুজো পর্যন্ত চলবে এই পরিষেবা।

পর্যটকদের যাতায়াত এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে প্রশাসন এবং পুলিশ একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। সি-বিচে পর্যটকদের সুরক্ষার জন্য বাড়ানো হয়েছে নজরদারি। রাতে টহল দিচ্ছে উইনার্স টিম এবং পুলিশ আধিকারিকরাও পর্যটন কেন্দ্র পরিদর্শন করছেন।

বদলে গেল পোর্ট ব্লেয়ারের নাম, এবার কী নামে ডাকা হবে?

হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন জানায়, এবছর পুজোর বুকিং নিয়ে আশা যথেষ্ট উঁচুতে। বিপ্রদাস চক্রবর্তী এবং অশোক চন্দ উভয়েই জানালেন, ২৫ সেপ্টেম্বরের পর থেকে বুকিংয়ের সংখ্যা আরও বাড়বে, এবং তারা এই পুজো মরশুমে ভালো ব্যবসার আশাবাদী।

দীঘার হোটেল এবং পরিবহণ ব্যবস্থা পর্যটকদের সাচ্ছন্দ্য এবং নিরাপত্তার দিকটি নিশ্চিত করতে সকল রকম ব্যবস্থা গ্রহণ করেছে। এ বছর পুজোর মরশুমে পর্যটকদের ঢল নামবে বলে সকলেই আশাবাদী।

সাম্প্রতিকতম

মহানগরীতে ঠাকুর দেখা ২: রাজীব বসুর ক্যামেরায়

কলকাতা: দুর্গাসপ্তমী চলে গেল। এখন গুপ্তপ্রেস পঞ্জিকা মতে পুজোর আর মাত্র ২টি দিন বাকি...

ভাজাভুজি খাবার ভারতে কোন মহামারি ডেকে আনছে জানেন, কীভাবে সাবধান হবেন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) তথ্য অনুযায়ী ভারত ক্রমশ গোটা বিশ্বের মধ্যে ডায়াবেটিকদের রাজধানী হয়ে...

৩৮ বছর বয়সে রাফায়েল নাদালের টেনিস থেকে অবসর ঘোষণা, ফিরে দেখা তাঁর সেরা ৫ পারফরম্যান্স

৩৮ বছর বয়সে রাফায়েল নাদাল টেনিস থেকে অবসর ঘোষণা করেছেন। নভেম্বরের ডেভিস কাপ টুর্নামেন্ট, যা স্পেনের মালাগাতে অনুষ্ঠিত হবে, তার শেষ প্রতিযোগিতা হিসেবে নির্ধারিত হয়েছে।

ত্রিধারায় বিক্ষোভের ঘটনায় ৯ জনকে ৭ দিনের পুলিশি হেফাজতে পাঠাল আলিপুর আদালত

ত্রিধারা সম্মিলনীর পুজো মণ্ডপে বিক্ষোভের জেরে ৯ জনকে ৭ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে আলিপুর আদালত। পুলিশ দাবি করেছে, ধৃতদের হোয়াটস্‌অ্যাপ চ্যাটে পূর্ব পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে।

আরও পড়ুন

মুখ্যসচিবের সঙ্গে বৈঠককে ‘নিষ্ফল’ আখ্যা জুনিয়র ডাক্তারদের, পন্থের দাবি, আলোচনা ‘ইতিবাচক’

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নন জুনিয়র ডাক্তাররা। তাঁরা বৈঠককে 'নিষ্ফল' দাবি করে আমরণ অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

দক্ষিণ কলকাতার পুজো মণ্ডপে ‘বিচার চাই’ স্লোগান, ন’জন আন্দোলনকারী আটক, লালবাজার অভিমুখে মিছিল

দক্ষিণ কলকাতার পুজো মণ্ডপে ‘বিচার চাই’ স্লোগান দেওয়ার অভিযোগে ন’জন আন্দোলনকারীকে আটক করেছে কলকাতা পুলিশ। এরপর আন্দোলনকারীরা লালবাজারের উদ্দেশে মিছিল শুরু করেন।

আরজি কর এবং কলকাতা মেডিক্যালের পর ন্যাশনাল মেডিক্যালের সিনিয়র ডাক্তারদের ‘গণইস্তফা’, একই পথে আরও হাসপাতাল

আরজি কর এবং কলকাতা মেডিক্যাল কলেজের পর এবার ন্যাশনাল মেডিক্যাল কলেজের ৩৪ জন সিনিয়র ডাক্তার ‘গণইস্তফা’ দিয়েছেন। আরও কয়েকটি হাসপাতাল থেকেও আসছে একই হুঁশিয়ারি।
রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত