রাজ্য
অসম পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী, কটাক্ষ দিলীপ ঘোষের
ওয়েবডেস্ক: এই প্রথম অসমের পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। অতীতে বিধানসভা নির্বাচনে অসমে দলীয় প্রার্থী দিলেও পঞ্চায়েতে এই প্রথম বার লড়তে চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তৃণমূলের এমন সিদ্ধান্তের কথা চাউর হতেই কটাক্ষ ছুঁড়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম গুয়াহাটিতে রয়েছেন। সম্প্রতি অসমের তিনুসুকিয়ায় ৫ বাঙালি যুবককে […]
এ ব্যাপারে পশ্চিমবঙ্গে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, “অসমে গিয়ে তৃণমূলের কোনো লাভ হবে না। অসমে বাঙালি ও অসমিয়াদের মধ্যে বিভেদ বাড়াতে চাইছে তৃণমূল। সেই বিভেদকে কাজে লাগিয়ে ভোটব্যাঙ্কের রাজনীতি করতে চায় তারা। কিন্তু অসমের মানুষ ওদের যাওয়া নিয়ে আগেও খুশি হয়নি, এ বারও খুশি হয়নি”।
একই সঙ্গে দিলীপবাবু কটাক্ষ করে বলেন, এনআরসি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিরক্ত অসম তৃণমূলের ইউনিট ছেড়ে সবাই পালিয়েছে। ফিরহাদ হাকিম সেখানে লোক খুঁজতে গিয়েছেন।
আরও পড়ুন: খামার থেকে ধরা পড়ল ৮ ফুটের ‘মুরগি চোর’ কিং কোবরা
উল্লেখ্য, আগামী ১৫ নভেম্বর থেকে অসমের পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা শুরু হচ্ছে।
রাজ্য
রাজনীতিতে ‘না’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের, সিদ্ধান্ত জানানো হল বিজেপি নেতৃত্বকে
সৌরভকে রাজনীতিতে না আসার জন্য বার বার আবেদন করছিলেন শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য।

খবরঅনলাইন ডেস্ক: সব জল্পনায় জল ঢেলে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই। রাজনীতির ময়দানে তিনি আসছেন না বলে মনস্থির করে ফেলেছেন। নিজের সিদ্ধান্তের কথা বিজেপি নেতৃত্বকে জানিয়েও দিয়েছেন সৌরভ, এমনই খবর আনন্দবাজার ডিজিটাল সূত্রে।
আগামী ৭ মার্চ ব্রিগেডে নরেন্দ্র মোদীর জনসভা রয়েছে। সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় হাজির থাকতে পারেন এবং সে দিনই আনুষ্ঠানিকভাবে তাঁর বিজেপিতে যোগদান সম্পন্ন হতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছিল। এই জল্পনায় ঘি ঢেলে দিয়েছিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।
সৌরভ অবশ্য রাজনীতি নিয়ে নিজে কোনো দিন কিছু মন্তব্যই করেননি। ঠিক যেমন সেই জল্পনায় ইতি টানার ব্যাপারেও নিজে মুখ খুলে কিছু বলেননি।
ভারতের সর্বকালের অন্যতম সফল অধিনায়ক এবং বাংলার ‘দাদা’-র রাজনৈতিক ইনিংস নিয়ে গত দেড় বছরে জল্পনা কম হয়নি। তাতে মশলা যোগ হয়, সৌরভ বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব অমিত শাহ-পুত্র জয়। সৌরভ প্রেসিডেন্ট। তাঁর সঙ্গে শাহ পরিবারের ঘনিষ্ঠতা নিয়ে চর্চা শুরু হয় দেশের ক্রিকেট ও রাজনৈতিক মহলে। বলাবলি হতে থাকে, বাংলায় নেতৃত্বের মুখ খুঁজছে বিজেপি, তাই সৌরভ হতে পারেন তাদের সেরা পছন্দ।
যদিও সৌরভকে যাঁরা কাছ থেকে জানেন তাঁরা বার বার বলতে থাকেন যে রাজনীতির ময়দানে কোনো ভাবেই আসবেন না তিনি। এমনকি সৌরভকে রাজনীতিতে না আসার জন্য বার বার আবেদন করছিলেন শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য। বুধবার নিজের ফেসবুকে এই সংক্রান্ত একটি পোস্টও করেন তিনি।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
রেশন কার্ড সম্পর্কিত সমস্যায় অভিযোগ জানান এই নম্বরগুলিতে, দেখে নিন সম্পূর্ণ তালিকা
রাজ্য
কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নামল কুড়িতে, জেলায় পারদের আরও পতন
এই শীত শীত ভাব একদমই সাময়িক। শুক্রবার থেকেই তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে।

খবরঅনলাইন ডেস্ক: প্রত্যাশামতো বেশ অনেকটাই কমে গেল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা। অরুণাচল প্রদেশ থেকে আচমকা বয়ে আসা উত্তুরে হাওয়ার ফলে আবহাওয়ার এই পরিবর্তন। তবে এটা একদমই সাময়িক। ২৪ ঘণ্টা পর থেকেই ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা।
দক্ষিণবঙ্গের পারদচিত্র
বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রাটি স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। তবে গত দু’ দিনে এটা প্রায় পাঁচ ডিগ্রি কমে গিয়েছে। কলকাতার পড়শি ব্যারাকপুরে তাপমাত্রা নেমে গিয়েছে ১৫.৩ ডিগ্রি সেলসিয়াসে।
পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আবার বেশ ঠান্ডা ঠান্ডা ব্যাপার ফিরে এসেছে। পানাগড়ে এ দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৯ ডিগ্রি, পুরুলিয়ায় ১৫.১ ডিগ্রি। বহরমপুর এবং শান্তিনিকেতনে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। উপকূলের কাঁথিতে তাপমাত্রা কিছুটা বেড়ে ১৭ ডিগ্রি হয়েছে।
তাপমাত্রা বাড়ল উত্তরে
বুধবার সর্বনিম্ন তাপমাত্রা যেখানে নেমে গিয়েছিল বৃহস্পতিবার সেখান থেকে তা কিছুটা বাড়ল। শিলিগুড়িতে এ দিন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাড়ে ১২ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতে তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি এবং কোচবিহারে সাড়ে ১৩ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিং এবং কালিম্পংয়েও তাপমাত্রা আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে।
তবে এই শীত শীত ভাব একদমই সাময়িক। শুক্রবার থেকেই তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে। ৩২-এ নেমে আসা সর্বোচ্চ তাপমাত্রা সামনের সপ্তাহের শুরুতেই উঠে যাবে ৩৬ ডিগ্রিতে। তবে সামনের সপ্তাহের শেষে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা একটু রয়েছে।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
ভ্রমণের খবর
ব্যাপক ক্ষতির মুখে পর্যটন, রাঢ়বঙ্গে ভোট পেছোনোর আর্জি নিয়ে কমিশনের দ্বারস্থ পর্যটন ব্যবসায়ীদের সংগঠন
সংগঠনের দাবি, ভোটের কারণে পর্যটকদের বুকিং বাতিলের ফলে কম করে ৫০ কোটি টাকা ক্ষতির সম্মুখিন তাঁরা।

খবরঅনলাইন ডেস্ক: করোনার করাল গ্রাসে পড়ে পর্যটন ব্যাবসা পুরোপুরি ভেঙে পড়েছিল। গত কয়েক মাস হল সেই ধাক্কা কাটিয়ে উঠে ক্রমশ সুদিন দেখতে শুরু করেছে রাজ্যের পর্যটন। কিন্তু এরই মধ্যে ফের বাজ পড়ল। রাজ্যের প্রথম দফার নির্বাচন পড়েছে ২৭ মার্চ, অর্থাৎ দোলের আগের দিন।
দোলে যে যে জায়গায় ভিড় সব থেকে বেশি হয়, সেখানেই নির্বাচন। অর্থাৎ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ার একাংশ। পাশাপাশি দিঘা, মন্দারমণি, তাজপুরের মতো জায়গাতেই ভোট পড়েছে ওই দিনই।
রাজ্যের পর্যটন ব্যবসায়ীদের দাবি ইতিমধ্যেই হোটেল বুকিং বাতিল হতে শুরু করেছে। স্থানীয় পুলিশের তরফে নির্দেশ এসে গিয়েছে গাড়ি অধিগ্রহণ করার, সব নির্বাচনের ক্ষেত্রেই যা খুবই পরিচিত চিত্র। ভোট মিটলে ফের ছেড়ে দেওয়া হবে গাড়িগুলিকে।
বুকিং বাতিলের জেরে প্রভূত আর্থিক ক্ষতির মধ্যে পড়েছে হোটেল-রিসর্ট কর্তৃপক্ষ, ট্র্যাভেল এজেন্সি, ট্র্যাভেল এজেন্ট-সহ পর্যটন ব্যাবসার সঙ্গে যুক্ত সকলেই। এই পরিপ্রেক্ষিতে ২৭ মার্চ রাজ্যের কেন্দ্রগুলিতে ভোট পিছিয়ে দেওয়ার দাবি নিয়ে কলকাতায় নির্বাচন কমিশনের দফতরে লিখিত ভাবে আর্জি জানাল ট্র্যাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (TAAB)।
সংগঠনের দাবি, ভোটের কারণে পর্যটকদের বুকিং বাতিলের ফলে কম করে ৫০ কোটি টাকা ক্ষতির সম্মুখীন তাঁরা। ট্যাবের সাধারণ সম্পাদক নীলাঞ্জন বসু এই প্রসঙ্গেই বলেন, “অতিমারির কারণে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের পর্যটনে ব্যাপক প্রভাব পড়েছিল। আমরা তাই দোলের দিকেই তাকিয়েছিলাম, পর্যটন ব্যবসায়ে লাভের আশায়। লক্ষাধিক মানুষ এই সময়ে হোটেল বুক করেছিলেন। সেগুলো বাতিল হয়ে গেলে কী বিপুল আর্থিক ক্ষতি হবে তা আমরা ধারণাও করতে পারছি না।”
লিখিত আর্জিতে আরও জানানো হয়েছে যে ভোটের কাজ থেকে কেন্দ্র এবং রাজ্য পর্যটন দফতর স্বীকৃত গাড়িগুলোকে যাতে অন্তত রেহাই দেওয়া হয়। ট্যাবের এই লিখিত আর্জির কোনো প্রতিক্রিয়া এখনও নির্বাচন কমিশনের তরফে পাওয়া যায়নি।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
আচরণবিধি ভঙ্গ! পেট্রোল পাম্প থেকে নরেন্দ্র মোদীর ছবি সরানোর নির্দেশ নির্বাচন কমিশনের
-
বিনোদন3 days ago
বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী, ভোটে কি দাঁড়াবেন?
-
শিক্ষা ও কেরিয়ার3 days ago
৮ লক্ষ যুবক-যুবতীকে প্রশিক্ষণ দিয়ে কাজের সুযোগ করে দিচ্ছে কেন্দ্রের এই প্রকল্প, জানুন বিস্তারিত
-
রাজ্য3 days ago
বিজেপিকে রুখতে তৃণমূলকে সমর্থন, স্পষ্ট জানালেন তেজস্বী যাদব
-
রাজ্য2 days ago
৯২ আসনে লড়বে কংগ্রেস, জানালেন অধীর, আব্বাসকে নিয়ে জট অব্যাহত