বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার হিড়িকের মাঝেই দিলীপ ঘোষকে বর্তমান পদ থেকে সরিয়ে দেওয়া হল। তিনি আর পশ্চিমবঙ্গ বিজেপির প্রধান নন। তাঁকে নিয়ে যাওয়া হল কেন্দ্রীয় নেতৃত্বে। তাঁকে অন্যতম জাতীয় সহ সভাপতি (national Vice President) করা হয়েছে।
এখন থেকে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতির দায়িত্ব সামলাবেন সাংসদ সুকান্ত মজুমদার। সুকান্তবাবু বালুরঘাট থেকে নির্বাচিত বিজেপি সাংসদ।
উল্লেখ্য, গত মে মাসে বিধানসভা নির্বাচনের পর থেকে এখনও পর্যন্ত তিন জন বিজেপি বিধায়ক এবং এক জন বিজেপি সাংসদ তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এর মধ্যে সব চেয়ে বেশি আলোড়ন তুলেছে বাবুল সুপ্রিয়র দলত্যাগ।
উল্লেখ্য, গত মে মাসে বিধানসভা নির্বাচনের পর থেকে এখনও পর্যন্ত তিন জন বিজেপি বিধায়ক এবং এক জন বিজেপি সাংসদ তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এর মধ্যে সব চেয়ে বেশি আলোড়ন তুলেছে বাবুল সুপ্রিয়র দলত্যাগ।
পশ্চিমবঙ্গ বিধানসভার বিগত নির্বাচনের লড়াইয়ে বেশ ঢাকঢোল পিটিয়েই নেমেছিল বিজেপি। তাদের দাবি ছিল ২০০টি আসন জিতে তারা ক্ষমতায় আসবে। এই সময় দলবদল করে তৃণমূল থেকে বিজেপিতে অনেকেই চলে আসেন।
কিন্তু বিজেপি শেষ পর্যন্ত ৭৭-এ থেমে যায়। যদিও দলের এই ফল গত বারের তুলনায় অনেক গুণ ভালো। তবুও ক্ষমতা তাদের অধরাই থেকে যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়ার পর থেকেই রাজ্য বিজেপিতে দলবদলের খেলা শুরু হয়ে যায়। বিশ্বজিৎ দাস, তন্ময় ঘোষ ও মুকুল রায় চলে আসেন তৃণমূল কংগ্রেসে। আপাতত সব শেষ সংযোজন বাবুল সুপ্রিয়।
আরও পড়তে পারেন
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।