Bankura
ফাইল ছবি
ইন্দ্রাণী সেন

বাঁকুড়া: ‘নির্মল বাঁকুড়া’র প্রচারের লক্ষ্যে ম্যারাথন দৌড়ের আয়োজন করল বাঁকুড়া জেলা প্রশাসন ও জেলা পরিষদ। রবিবার সকালে বাঁকুড়া শহরের তামলিবাঁধে এই ম্যারাথন দৌড়ের সূচনা করেন জেলাশাসক ডা. উমাশঙ্কর এস। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কোটেশ্বর রাও, বাঁকুড়া সদর মহকুমাশাসক সুদীপ্ত দাস, সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্ম্মু- সহ সহ সভাধিপতি শুভাশিস বটব্যাল প্রমুখ।

Bankura

উল্লেখ্য এ দিন ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে স্বয়ং জেলাশাসক ম্যারাথনে অংশ নেন।ম্যারাথন দৌড়ে জেলার বিভিন্ন প্রান্তের পাঁচশোরও বেশি প্রতিযোগী অংশ নেন। তামলীবাঁধ ময়দানে দৌড় শুরু হয়ে ভৈরবস্থান-চাঁদমারিডাঙা-কলেজ রোড হয়ে এসে আবার তামলীবাঁধ ময়দানে এই দৌড় শেষ হয়।

Bankura


আরও পড়ুন: দোকানিদের স্বার্থ দেখতে গিয়ে রেলের সঙ্গে সম্মুখসমরে ২ তৃণমূল বিধায়ক


অন্য দিকে ‘নির্মল বাঁকুড়া’ জেলা ঘোষণার আগেই জেলার প্রথম ‘নির্মল মহকুমা’র স্বীকৃতি পেল বাঁকুড়া সদর মহকুমা। ‘আমার বাঁকুড়া নির্মল বাঁকুড়া’ ও ‘নির্মল পল্লি, বাঁচার ঠিকানা’ স্লোগানকে সামনে রেখে এ দিনের অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেককেই নিজে সুস্থ থাকা ও অন্যকে সুস্থ রাখার বিষয়ে শপথ নেন।

Bankura

এ দিন বাঁকুড়া-২ পঞ্চায়েত সমিতির কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘নির্মল মহকুমা’ ঘোষণা করেন জেলাশাসক ডা. উমাশঙ্কর এস। উপস্থিত ছিলেন মহকুমা ও ব্লকের প্রশাসনিক আধিকারিকরা।


আরও পড়ুন: সাইকেল নিয়ে গ্রামে বাঁকুড়ার জেলাশাসক, শুনলেন অভাব-অভিযোগের কথা

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here