Homeখবররাজ্যমেডিক্যাল কাউন্সিলের সিদ্ধান্তে বিতর্ক, অভীক ও বিরূপাক্ষের প্রত্যাবর্তনে বিক্ষোভ অবস্থানে চিকিৎসরা

মেডিক্যাল কাউন্সিলের সিদ্ধান্তে বিতর্ক, অভীক ও বিরূপাক্ষের প্রত্যাবর্তনে বিক্ষোভ অবস্থানে চিকিৎসরা

প্রকাশিত

অভীক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের বৈঠকে ফেরানোর সিদ্ধান্তে উত্তাল চিকিৎসক মহল। সোমবার কাউন্সিলের বৈঠকে তাঁরা অংশ নেওয়ার পর থেকেই ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্‌স’ এবং ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্‌স ফ্রন্ট’-এর সদস্যরা সল্টলেকের মেডিক্যাল কাউন্সিল দফতরের সামনে তীব্র বিক্ষোভ শুরু করেছেন। ত্রিপল টাঙিয়ে রাতভর অবস্থান করছেন সিনিয়র চিকিৎসকরা, তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন জুনিয়র ডাক্তাররাও।

অভীক এবং বিরূপাক্ষের উপর নিষেধাজ্ঞা কেন প্রত্যাহার করা হলো, তা নিয়েই মূলত বিক্ষোভ। চিকিৎসকদের অভিযোগ, এই সিদ্ধান্ত আন্দোলন দমনের কৌশল। দেবাশিস হালদার, কিঞ্জল নন্দ-সহ বিক্ষোভরত ডাক্তারদের বক্তব্য, কাউন্সিল তাদের সিদ্ধান্তে স্থায়িত্ব রাখেনি এবং আন্দোলনকারীদের গুরুত্ব দেয়নি। তাঁদের মতে, আন্দোলন স্তিমিত হওয়ার সুযোগ নিয়েই অভীক এবং বিরূপাক্ষকে ফিরিয়ে আনা হয়েছে।

চিকিৎসকরা আরও অভিযোগ করেছেন, অবস্থানস্থলে পুলিশের উপস্থিতি এবং ত্রিপল খুলে দেওয়ার চাপ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। সোমবার রাত থেকেই পুলিশের সঙ্গে বিক্ষোভরত চিকিৎসকদের বাগ্‌বিতণ্ডা চলে।

উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক-পড়ুয়ার মৃত্যুর পর অভীক এবং বিরূপাক্ষের নাম উঠে আসে। তাঁদের বিরুদ্ধে ‘দাদাগিরি’ এবং সরকারি হাসপাতালে অনৈতিক কার্যকলাপের অভিযোগও ছিল। সেই ঘটনার প্রেক্ষিতে তাঁদের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। তবে সোমবার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করায় চিকিৎসক সংগঠনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এই পরিস্থিতিতে আগামী দিনেও আন্দোলন জোরদার করার ইঙ্গিত দিয়েছেন বিক্ষোভরত চিকিৎসকরা। তাঁদের দাবি, অভীক এবং বিরূপাক্ষকে কাউন্সিল থেকে সরাতে হবে।

সাম্প্রতিকতম

মালদহে ফের তৃণমূল নেতার উপর হামলা, এক কর্মীর মৃত্যু, অঞ্চল সভাপতির অবস্থা আশঙ্কাজনক

মালদহের কালিয়াচকে তৃণমূল নেতার উপর গুলি চালানোর ঘটনা। এক কর্মীর মৃত্যু, অঞ্চল সভাপতির অবস্থা আশঙ্কাজনক। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ।

লস অ্যাঞ্জেলেস দাবানল: তীব্র হাওয়ার কারণে আরও ছড়াতে পারে আগুন, সতর্কতা আবহাওয়া দফতরের

লস অ্যাঞ্জেলেসের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৪। ৪০,০০০ একর এলাকা পুড়ে ছাই। ৭০ মাইল প্রতি ঘণ্টার ঝোড়ো হাওয়া পরিস্থিতি আরও খারাপ করার আশঙ্কা।

তিরন্দাজিতে ভারতের নতুন দল ঘোষণা, কামব্যাক অতনু দাসের

প্যারিস অলিম্পিক মিস করার পর পুনরায় ভারতীয় রিকার্ভ আর্চারি দলে ফিরলেন অতনু দাস। প্রকাশিত হলো নতুন রিকার্ভ ও কম্পাউন্ড দলের নাম।

টানা ৪ দিন শিয়ালদহ-ডানকুনি শাখায় কোনও ট্রেন চলবে না

বালিঘাট ও বালি হল্ট স্টেশনের মাঝে ৯৫ বছরের পুরনো সেতুর মেরামতির কারণে শিয়ালদহ-ডানকুনি শাখায় ট্রেন চলাচল চার দিনের জন্য বন্ধ থাকবে। বাতিল হচ্ছে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন।

আরও পড়ুন

টানা ৪ দিন শিয়ালদহ-ডানকুনি শাখায় কোনও ট্রেন চলবে না

বালিঘাট ও বালি হল্ট স্টেশনের মাঝে ৯৫ বছরের পুরনো সেতুর মেরামতির কারণে শিয়ালদহ-ডানকুনি শাখায় ট্রেন চলাচল চার দিনের জন্য বন্ধ থাকবে। বাতিল হচ্ছে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন।

আপতত নিষিদ্ধ রিঙ্গার স্যালাইন, তদন্তে ‘হিউম্যান এরর’ এর ইঙ্গিত

মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতির মৃত্যুর অভিযোগে রাজ্যের হাসপাতালে রিঙ্গার ল্যাকটেট স্যালাইন ব্যবহার নিষিদ্ধ। প্রাথমিক তদন্তে ‘হিউম্যান এরর’ এবং অন্যান্য ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া দায়ী বলে রিপোর্ট।

মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যুর পর সরকারের জরুরি সিদ্ধান্ত, ১০ তরল ওষুধ ‘নিষিদ্ধ’ সব সরকারি হাসপাতালে

মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যুর পর রাজ্য স্বাস্থ্য দপ্তরের জরুরি পদক্ষেপ, ১০টি তরল ওষুধ নিষিদ্ধ করা হলো। কী কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, জানুন বিস্তারিত।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে