kanyashree of west bengal

কলকাতা: এর আগেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প সংক্রান্ত একাধিক বিষয় সংযোজিত হয়েছে স্কুলপাঠ্যে। এ বার একটু অন্য রকম ধাঁচে কন্যাশ্রীর অন্তর্ভুক্তি ঘটতে চলেছে অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকে।

জানা গিয়েছে, অষ্টম শ্রেণির স্বাস্থ্য ও শারীরশিক্ষা বইয়ে কন্যাশ্রী ঠাঁই পাবে একটু অন্য রকম ভাবে। শিক্ষা দফতর সূত্রে খবর, কন্যাশ্রীর বিভিন্ন দিকগুলি আগেই পাঠ্যপুস্তকে তুলে ধরা হয়েছে। এ বার কন্যাশ্রী প্রকল্পের প্রয়োজনীয়তা কী কারণে? কোন পরিস্থিতিতে রাজ্য সরকার কন্যাশ্রী প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেয়? সে সব প্রশ্নের স্পষ্ট উত্তর মিলবে একটি নাটকের মাধ্যমে। হ্যাঁ, কন্যাশ্রীর উপর আধারিত একটি নাটকেই অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করছে দফতর।

পাশাপাশি জানা গিয়েছে, ওই নাটকের চরিত্রগুলির মুখে বসানো সংলাপে ফুটে উঠবে বাল্য বিবাহের মতো সামাজিক ব্যধির কুপ্রভাবের দিকগুলিও। যা নাটকের আকারে হওয়ায় পড়ুয়াদের কাছে বাড়তি আগ্রহের সৃষ্টি করবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here