হাইড্রক্সিক্লোরোকুইন তৈরি করবে বেঙ্গল কেমিক্যালস, মিলল ছাড়পত্র

0

কলকাতা: কোভিড-১৯ মহামারীর জেরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন হাইড্রক্সিক্লোরোকুইন (Hydroxychloroquine)। সেই ওষুধ তৈরির ছাড়পত্র পেল পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী ওষুধ নির্মাতা সংস্থা বেঙ্গল কেমিক্যাল।

জানা গিয়েছে, বেঙ্গল কেমিক্যালসকে (Bengal Chemical) হাইড্রক্সিক্লোরোকুইন তৈরির ছাড়পত্র দিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ। হাইড্রক্সিক্লোরোকুইন ২০০ এবং ৪০০- এই দু’টি ওষুধই তৈরি করবে সংস্থা।

করোনাভাইরাস সংক্রমণ ক্রমাগত ছড়ানোর পর বিশ্ব জুড়েই এই ওষুধের চাহিদা দেখা দিয়েছে। সেই চাহিদা পূরণে আমেরিকা, ইজরায়েলের মতো বেশ কয়েকটি দেশ ভারতের কাছ থেকে হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহের আবেদন জানায়। ইতিমধ্যেই ওই দেশগুলিতে ওষুধ পাঠানো হয়েছে। অন্য দিকে ঘরোয়া বাজারে যাতে ওষুধটির অভাব না দেখা দেয়, সে কারণেই বাড়তি উদ্যোগ নেওয়া হচ্ছে।

এই ওষুধ তৈরির পরিকাঠামো থাকলেও ছাড়পত্র ছিল না সংস্থার কাছে। কিন্তু বর্তমানের চাহিদা অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ইতিবাচক ইঙ্গিত পেয়ে ফের ওষুধটি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার নবান্নের বৈঠকে বিষয়টি উঠলে মুখ্যমন্ত্রী বলেন, “বেঙ্গল কেমিক্যালসকে দ্রুত এই কাজটা করতে বলুন”। এৰ পরই রাজ্যের কাছে ওষুধ তৈরির অনুমোদন চেয়ে আবেদন জানায় সংস্থা। শুক্রবার জানা গিয়েছে, কাঁচামালের অভাব থাকায় এ ব্যাপারে কেন্দ্রের কাছে সদর্থক পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছে বেঙ্গল কেমিক্যালস।

আরও পড়ুন: কোভিড-১৯ চিকিৎসায় ৬টি সম্ভাব্য ওষুধকে চিহ্নিত করল একটি গবেষণা

প্রসঙ্গত, কোভিড-১৯ চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারের অনুমতি দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল অ্যান্ড রিসার্চ (আইসিএমআর)। এই রোগের চিকিৎসায় নির্দিষ্ট কোনো ওষুধের হদিশ না মিললেও কঠিন সময়ে হাইড্রক্সিক্লোরোকুইনেই ভরসা করছেন চিকিৎসকেরা। এমন পরিস্থিতিতে আরও বেশি পরিমাণ ওষুধের জোগান অব্যাহত রাখতে রাজ্যের উদ্যোগে দায় বর্তাল বেঙ্গল কেমিক্যালের উপর। সূত্রের খবর, সংস্থাকে যত দ্রুত সম্ভব আপাতত দু’কোটি হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট তৈরি করার কথা বলতে পারে রাজ্যের ড্রাগ কন্ট্রোল বিভাগ।

বিজ্ঞাপন