উত্তর শহরতলির ট্রেনযাত্রীদের জন্য বড়সড় খবর। দমদম জংশন রেল স্টেশনে জরুরি ট্র্যাক সংস্কারের কারণে সপ্তাহান্তে বাতিল করা হয়েছে ৩১টি লোকাল ট্রেন। আজ, শনিবার মধ্যরাত ১২টা ১০ মিনিট থেকে রবিবার সকাল ৭টা ১০ মিনিট পর্যন্ত প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যুৎ সংযোগ। সেই কারণে একাধিক শাখার ট্রেন পরিষেবা ব্যাহত হবে।
আজ, শনিবার বাতিল থাকবে:
- শিয়ালদহ-ডানকুনি (আপ-ডাউন): ট্রেন নম্বর ৩২২৪৯, ৩২২৫২
রবিবার, ২৯টি ট্রেন বাতিল থাকবে। তার মধ্যে রয়েছে:
- শিয়ালদহ-হাবড়া (আপ-ডাউন): ৩৩৬৫১, ৩৩৬৫৩, ৩৩৬৫২, ৩৩৬৫৪
- শিয়ালদহ-দত্তপুকুর (ডাউন): ৩৩৬১২
- শিয়ালদহ-বনগাঁ (আপ-ডাউন): ৩৩৮১১, ৩৩৮১৭, ৩৩৮২৪, ৩৩৮২৬
- শিয়ালদহ-বারাসত (আপ-ডাউন): ৩৩৪৩১, ৩৩৪৩২
- শিয়ালদহ-ডানকুনি (আপ-ডাউন): ৩২২২১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭, ৩২২১৯, ৩২২১২, ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮, ৩২২২০
- শিয়ালদহ-কল্যাণী সীমান্ত (ডাউন): ৩১৩১২
- শিয়ালদহ-নৈহাটি (আপ-ডাউন): ৩১৪১১, ৩১৪১৫, ৩১৪১২, ৩১৪১৪, ৩১৪২২
- কামাগাতামারু বজবজ–শিয়ালদহ (আপ): ৩৪১১৭
- নৈহাটি-কল্যাণী সীমান্ত (আপ): ৩১১৯১
- লক্ষ্মীকান্তপুর-নামখানা (আপ-ডাউন): ৩৪৯৩৫, ৩৪৯১৪
রেল দফতরের তরফে জানানো হয়েছে, যাত্রী নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নের স্বার্থে এই সংস্কার অত্যন্ত জরুরি। তবে ট্রেন বাতিলের জেরে যাত্রীদের যাতে অসুবিধা না হয়, তার জন্য বিকল্প ব্যবস্থা ও তথ্য প্রচারের ওপর জোর দেওয়া হচ্ছে।
পরামর্শ দেওয়া হয়েছে, এই সময় যাত্রার পরিকল্পনা করার আগে নিকটবর্তী স্টেশন বা অনলাইন রেল তথ্য প্ল্যাটফর্মে ট্রেনের বর্তমান অবস্থা জেনে নিতে।
আরও পড়ুন: বেসরকারি মেডিক্যাল কলেজে পরিদর্শনের গোপন তথ্য পাচার, সিবিআই-এর এফআইআর, শুক্রবার আর কী কী ঘটল?