ফের কাঁপল রাঢ়বঙ্গ, এ বার উৎসস্থল পুরুলিয়া

মার্কিন ভূতত্ত্ব সর্বেক্ষণ (ইউএসজিএস) জানাচ্ছে ৪.১ মাত্রার এই কম্পনের কেন্দ্রস্থল ছিল পুরুলিয়ার কাশীপুর

0

পুরুলিয়া: রবিবার গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল রাঢ়বঙ্গ। কম্পনের উৎপত্তিস্থল পুরুলিয়া। পুরুলিয়া তো বটেই, প্রতিবেশী বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়খণ্ডেও তা অনুভূত হয়। মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়।

মার্কিন ভূতত্ত্ব সর্বেক্ষণ (ইউএসজিএস) জানাচ্ছে, ৪.১ মাত্রার এই কম্পনের কেন্দ্রস্থল ছিল পুরুলিয়ার কাশীপুর। তীব্রতার নিরিখে এটি হালকা কম্পন হিসেবে চিহ্নিত। তবে গভীর রাতে এই কম্পন হওয়ায় ঘুম ভেঙে উঠে পড়েন মানুষ। আতঙ্ক এতটাই ছড়ায় যে অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে এসে খোলা আকাশের নীচে রাত কাটাতে শুরু করেন।

আরও পড়ুন বিহার-অসমে বন্যায় মৃতের সংখ্যা আরও বাড়ল

এরই মধ্যে নিজেদের মধ্যেই নানা রকম গুজব ছড়াতে থাকেন আতঙ্কগ্রস্ত মানুষ। কেউ বলেন কিছুক্ষণের মধ্যেই একটি আফটার-শক আসবে, আবার কেউ বলেন বড়ো কোনো ভূমিকম্পের পূর্বাভাস এটি। তবে আর কোনো কম্পন হয়নি। সকাল হতেই তাই স্বাভাবিক ছন্দে পুরুলিয়া।

উল্লেখ্য, মাস দুয়েক আগেই কেঁপে উঠেছিল রাঢ়বঙ্গ। বাঁকুড়ায় উৎপত্তি হওয়া সেই কম্পনের তীব্রতা ছিল ৪.৮।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন