নারদ মামলায় নয়া মোড়! চার্জশিট পেশ করল ইডি, নাম ফিরহাদ-সুব্রত-মদন-শোভন-সহ ৫ জনের

0
নারদ মামলা

কলকাতা: এ বার নারদকাণ্ডে নয়া মোড়! নারদ মামলায় চার্জশিট পেশ করল ইডি। জানা গিয়েছে, রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র, কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও আইপিএস অফিসার এসএমএইচ মির্জার নাম রয়েছে চার্জশিটে।

জানা গিয়েছে, এখন রাজ্য বিধানসভার তিন সদস্য অর্থাৎ, রাাজ্যের দুই মন্ত্রী ও বিধায়ককে চার্জশিট পাঠানো হবে বিধানসভার স্পিকারের মারফত। অন্য দিকে, শোভন এবং মির্জাকে ফের তলব করেছে তদন্তকারী সংস্থা।

বাকি অভিযুক্তদের বিরুদ্ধে ফের তদন্তের আরজি জানানো হয়েছে ইডির তরফে। এঁদের বিরুদ্ধে সমন জারি করে ১৬ নভেম্বর সিবিআই-এর বিশেষ আদালতের সামনে হাজিরা দিতে বলা হয়েছে।

তাৎপর্যপূর্ণ ভাবে ওই চার্জশিটে নাম নেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বা বিজেপিতে গিয়ে তৃণমূলে ফেরা মুকুল রায়ের। আবার নাম নেই তৃণমূল সাংসদ সৌগত রায় এবং কাকলি ঘোষ দস্তিদারেরও। তবে চার্জশিটে শুভেন্দু, মুকুল, সৌগত, কাকলি, হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার এবং ইকবাল আহমেদের বিরুদ্ধে আরও তদন্তের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে ইডি।

উল্লেখ্য, গত ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের ঠিক আগে নারদকাণ্ডের ভিডিও প্রকাশ্যে আসে। একটি ভিডিয়োয় দেখা যায় রাজ্যের তৎকালীন নেতা-মন্ত্রীরা টাকা নিচ্ছেন। ওই স্টিং অপারেশন চালিয়েছিলেন সাংবাদিক ম্যাথু স্যামুয়েল। যা নিয়ে তুমুল হইচই শুরু হয়। হাইকোর্টের নির্দেশে তদন্তে নামে সিবিআই। পরে টাকা নয়ছয় কাণ্ডে তদন্তে নামে ইডি। এ বার ইডি সেই মামলার চার্জশিট পেশ করল।

গত ১৭ মে নারদকাণ্ডেই ফিরহাদ-সুব্রত-মদন-শোভনকে কলকাতায় সিবিআইয়ের দফতর নিজাম প্যালেসে নিয়ে যাওয়ার পর গ্রেফতার করা হয়। কেন্দ্রীয় বাহিনী সকালেই ওই চার নেতার বাড়ি পৌঁছে যায় এবং তাঁদের সিবিআইয়ের দফতরে নিয়ে যায়। খবর পেয়ে মুখ্যমন্ত্রীও কিছুক্ষণ পরে সেখানে পৌঁছে যান।

দীর্ঘ টানাপোড়েনের পর গত ২৮ মে নারদ মামলায় অন্তর্বর্তী জামিন পান চার হেভিওয়েট। ২ লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে তাঁদের অন্তর্বর্তী জামিনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

খবর অনলাইন-এ আজকের আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়ুন এখানে:

কলকাতা টেলিফোন ভবনে ঢুকতে বাধা! ধরনায় মেধা পাটকর-সহ কয়েকশো কর্মী

এনআরসি সাদা হাতিতে পরিণত হয়েছে: অসম পাবলিক ওয়ার্কস-এর সভাপতির অভিযোগ

উত্তরবঙ্গের উন্নয়নে ‘রুট ম্যাপ’ তৈরি করে বৈঠকে বসল বিজেপি

লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট খোলার জন্য বাড়ছে ব্যাঙ্কের সময়সীমা, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

টিকাকেন্দ্রে হুড়োহুড়ি এড়াতে বাড়িতেই টিকার কুপন, সিদ্ধান্ত নবান্নের

বিজ্ঞাপন