কলকাতা: প্রথমে বলা হচ্ছিল ৯৮ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। কিন্তু বৃহস্পতিবার কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে চতুর্থ দফার ভোটে রাজ্যের সব বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।
আগামী সোমবার, ২৯ এপ্রিল চতুর্থ দফার ভোটগ্রহণ। সে দিন পশ্চিমবঙ্গের আটটি লোকসভা আসনে নির্বাচন হবে। ভোট রয়েছে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বীরভূম ও বোলপুর লোকসভা আসনে।
ঠিক হয়েছিল চতুর্থ দফার ভোটের জন্য ৫৫৯ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। কিন্তু এ বার সেটা বেড়ে হচ্ছে ৫৮০ কোম্পানি।
আরও পড়ুন বারাণসীর রোড-শোর পরে সেই পুরনো পথেই হাঁটলেন মোদী
উল্লেখ্য, প্রথম দফায় গত ১১ এপ্রিল রাজ্যের কোচবিহার এবং আলিপুরদুয়ার কেন্দ্রে ভোটগ্রহণ হয়। কিন্তু সেই দফায় প্রায় পঞ্চাশ শতাংশ বুথে বাহিনী ছিল না। কিন্তু এর পর থেকে প্রতি দফাতেই বেড়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। সেটাই এ বার একশো শতাংশ হল।
প্রথম থেকেই বিরোধীরা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে সরব হয়েছে। অবশেষে তাদের দাবিকে এ বার পুরোপুরি মর্যাদা দিল কমিশন।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।